# Tags
#Blog

‘৯৯ শতাংশ ক্ষেত্রে পুরুষরাই দোষী’ ! বেঙ্গালুরুর আইটি কর্মীর মৃত্যুর প্রতিক্রিয়ায় কঙ্গনার মন্তব্

‘৯৯ শতাংশ ক্ষেত্রে পুরুষরাই দোষী’ ! বেঙ্গালুরুর আইটি কর্মীর মৃত্যুর প্রতিক্রিয়ায় কঙ্গনার মন্তব্
Listen to this article


Kangana Ranaut: আজ বুধবার বলিউড অভিনেত্রী এবং ভারতীয় জনতা পার্টির সদস্য কঙ্গনা রানাওয়াত বেঙ্গালুরুর ৩৯ বছর বয়সী আইটি কর্মীর আত্মহত্যার (Bengaluru Techie Suicide) ঘটনায় বড় মন্তব্য করেছেন। এই মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করলেও তিনি মন্তব্য করেন যে বিবাহ-সম্পর্কিত বেশিরভাগ মামলায় ৯৯ শতাংশ ক্ষেত্রে পুরুষদেরই দোষ থাকে। আর কঙ্গনার (Kangana Ranaut) এই মন্তব্যকে ঘিরে তোলপাড় সমাজমাধ্যমে।

বেঙ্গালুরুর আইটি কর্মী অতুল সুভাষ আত্মহত্যার আগে একটি ভিডিয়ো রেকর্ডিং করে জানিয়েছেন যে তাঁর মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে তাঁর স্ত্রী এবং স্ত্রীর পরিবার দায়ী। তাদের অত্যাচার, হেনস্থার জন্যই মূলত এই চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তিনি। সোমবার বেঙ্গালুরুর মঞ্জুনাথ লে আউট কমপ্লেক্সের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এমনকী তাঁর ঘর থেকে একটি প্ল্যাকার্ডও পাওয়া যায় যেখানে লেখা ছিল, ‘বিচার বাকি আছে’। এর সঙ্গে তাঁর লেখা একটি ২৪ পাতার সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই সরগরম নেটদুনিয়া।

আর এই বিষয়ে কঙ্গনা রানাওয়াতকে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘তাঁর ভিডিয়োটি হৃদয়বিদারক…ভুয়ো নারীবাদ সত্যিই নিন্দনীয়। এর মাধ্যমে কোটি কোটি টাকা তোলাবাজি করে সংগ্রহ করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটি একটি ব্যবসার পর্যায়ে চলে গিয়েছে।’ এমনটা হওয়া উচিত নয়। এরকম চাপ কাউকে দেওয়া উচিত নয়।’ কিন্তু একইসঙ্গে কঙ্গনা এও বলেন যে, ‘একটি পৃথক ঘটনার উদাহরণ দিয়ে সারা ভারতে বহু মহিলা যারা এখনও দমনের শিকার, তাদের অবজ্ঞা করা যায় না। বেশিরভাগ বিবাহ-সম্পর্কিত মামলায় ৯৯ শতাংশ ক্ষেত্রেই পুরুষদের দোষ থাকে আর সেই কারণেই এই ধরনের ভুল হয়ে যায়’।

কঙ্গনার এই মন্তব্যকে ঘিরেই তুমুল সমালোচনার ঝড় বয়ে যায়। কেউ কেউ সমাজমাধ্যমে লেখেন, ‘৯৯ শতাংশ ক্ষেত্রে পুরুষরাই দোষী ? কীভাবে তিনি এই তথ্য পেলেন ?’ আবার কেউ কেউ তাঁকে সোজা ভাষায় ‘ফিমেল শভিনিস্ট’ বলে দেগে দিয়েছেন। আবার একজন তাঁর এই বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে তাঁর উদ্দেশ্যে লেখেন যে তিনি আদৌ ভেবেচিন্তে কথা বলেছেন কিনা। তিনি লেখেন, ‘আদপে কঙ্গনা যে এই বিষয়ে একেবারেই প্রস্তুত ছিলেন না তা ধরা পড়ে গিয়েছে। ৯৯ শতাংশ ক্ষেত্রে পুরুষরা দোষী? এই বুঝি নতুন ভারত… তিনি কি নেশাগ্রস্ত ছিলেন ঐ সময় ?’  

আরও পড়ুন: Supreme Court: স্বামীর উপর ‘ব্যক্তিগত প্রতিশোধ’ নিতেই আইনের অপব্যবহার বাড়ছে, জোরালো বার্তা সুপ্রিম কোর্টের

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal