বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের ঘটনায় বিজেপির নিশানায় কর্ণাটকের কংগ্রেস সরকার। ১৭ বছরের অপেক্ষার পর ১৮তম বছরে এসে RCB IPL চ্যাম্পিয়ন হয়েছে। যা নিয়ে আবেগে ভাসছে বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিতে বহু ফ্যান এদিন হাজির হয়ে যান। আর সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ভিড়ের হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে যায়। যাতে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, জখম ২৫-এর আশপাশে। এনিয়ে এবার সোশাল মিডিয়ায় সরব হল বিজেপি।
বিজেপির অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখলেন, “বেঙ্গালুরুতে পদপিষ্টের মর্মান্তিক ঘটনা। আতঙ্কে পরিণত হল আনন্দ-উদযাপন। RCB আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর কর্ণাটক রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠান পদপিষ্টের ঘটনা ঘটল। খারাপ পরিকল্পনা ও ভিড় নিয়ন্ত্রণে অব্যবস্থার কারণে এই পরিস্থিতি। ৭ জনের মৃত্যু হয়েছে (এখন প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে), ১৬ জন আহত (এই সংখ্যাটাও বেড়েছে), অনেকেই গুরুতর অবস্থায়। মর্মান্তিক এই ঘটনা এড়ানো যেত। রাজ্য সরকারের ন্যূনতম প্রশাসনিক দূরদর্শিতার অভাব এবং ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এই অপূরণীয় ক্ষতি হয়েছে। জবাবদিহি করতে হবে। জীবনগুলো দুর্ঘটনার কারণে নয়, অবহেলার কারণে ঝরেছে।”
Tragic stampede in Bengaluru. A celebration has turned into a nightmare.
At an event organised by the Karnataka State Government to celebrate RCB’s IPL campaign, a stampede broke out due to poor planning and crowd mismanagement.
➡️ 7 people have lost their lives
➡️ 16 injured,…
— Amit Malviya (@amitmalviya) June 4, 2025
ঘটনার পর পর একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, পদপিষ্টের জেরে যাঁরা আহত বা অচেতন হয়ে পড়েছেন তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনন্দ-উদযাপনের এই অনুষ্ঠান দেখতে এসে অনেকেই মূর্ছা গেছেন। ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি বলে দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। ডিকে শিবকুমার বলেন, “অতিরিক্ত ভিড় হয়ে যাওয়াই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” এমনই পরিস্থিতি যে RCB-র এক ভক্ত বলেন, “লোকে লোকারণ্য হয়ে গেছে গেট-চত্বর। যদি ওরা গেট খুলেও দেয়, সবাই ভিতরে আসতে শুরু করে দেবে এবং অনেকে আহত হয়েছে।”