জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘বৌকে মেরে সুটকেসে ভরে এসেছি’! এরপরেই শ্বশুরবাড়িতে ফোন তথ্যপ্রযুক্তি কর্মীর। মেরঠের রেশ এখনও কাটেনি তারমধ্যেই আরও এক হাড়হিম কাণ্ড ঘটে গেল বেঙ্গালুরুতে। স্ত্রীকে খুন করে দেহ স্যুটকেসে ভরে ফেলে স্বামী ৷ তারপর তা বাথরুমে লুকিয়ে রেখে শ্বশুর ও শাশুড়িকে ফোন করে জানায়, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে ৷ অভিযুক্ত ব্যক্তি রাকেশ, মহারাষ্ট্রের বাসিন্দা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
এরপরই তার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ব্যবহার করে ট্র্যাক করে এবং সাতারা পুলিস তাকে হেফাজতে নেয়। পুলিস সূত্রে খবর, স্বচ্ছল-শিক্ষিত পরিবার। খুনের পর রাকেশ নিজেই স্ত্রীর বাবা-মাকে ফোন করে হত্যার কথা স্বীকার করেন। মৃতার নাম গৌরী অনিল সাম্বেকর (৩২)। তিনি মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছিলেন। অভিযুক্ত রাকেশ হিতাচি-তে প্রোজেক্ট ম্যানেজারের চাকরি করতেন।
রাকেশের ফোনের পরই থানায় অভিযোগ দায়ের করেন গৌরীর বাবা-মা। মহারাষ্ট্র পুলিসের তরফে খবর যায় কর্ণাটক পুলিসের কাছে। এরপর বেঙ্গালুরুর হুলিমাভু পুলিস খবর পেতেই পৌঁছে যায় ঘটনাস্থলে। পুলিস সূত্রে জানা যায়, রাকেশ এবং ৩২ বছরের গৌরী প্রায়ই ঝগড়া করতেন। ঝগড়ার সময় গৌরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করত রাকেশ। ২৬ মার্চ, উত্তপ্ত তর্ক শুরু হয়, যার ফলে রাকেশ গৌরীকে পেটে ছুরি মারে এবং গলা কেটে ফেলে। এরপর সে তার দেহ একটি স্যুটকেসে ভরে বাথরুমে রেখে পুনেতে পালিয়ে যায়।
এরপরই দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে পুলিস দেখে, শৌচাগারে একটি সুটকেসের ভিতর তরুণীর দেহ রাখা আছে। তাঁর ঘাড় এবং পেটে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়াও সারা দেহে ছোটবড় নানা ক্ষত ছিল বলে জানিয়েছে পুলিস। DCP সারা ফাতিমা জানিয়েছেন, মহিলার দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। এই ধরনের ঘটনায় যেমন দেহাংশ কেটে ফেলা হয়, তেমনটা হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন, Anadaman Cellular Jail: আন্দামান সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি! জানিয়ে দিল কেন্দ্র…
আরও পড়ুন, Earthquake: রিখটারে মাত্রা ৭.৭২! তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, ব্যাপক ক্ষয়ক্ষতি-প্রানহানির আশঙ্কা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)