কলকাতা: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, এটা সত্যিই হৃদয়বিদারক। পাবলিক ইভেন্টগুলিতে সুরক্ষার কথা সবার আগে ভাবা উচিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, ‘ক্ষমা চাইছি..’, বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় বললেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার
অপরদিকে, এই ঘটনায় এক্স হ্যান্ডেলের পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট ঘটনায় তিনি স্তব্ধ। পদপিষ্টে যারা প্রিয়জনকে হারিয়েছেন সেই সকল পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি যারা এই ঘটনায় আহত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা জানিয়েছেন তিনি।
Absolutely heartbreaking. Safety at public events must be a top priority — no celebration is worth such a loss. Praying for the victims and strength to their families. 🙏 #Bengaluru #chinnaswamystadium https://t.co/vhJzwnHS8L
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) June 4, 2025