জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:টাকার বিনিময়ে শিক্ষা। যৌনতার হাতছানি। আর তারপর ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি। শিক্ষা নামক জিনিসটি যে পেশার সঙ্গে যুক্ত সেই শিক্ষক-শিক্ষিকার এইরকম সাংঘাতিক নোংরামির কথা ভাবলে গা শিউরে ওঠে। ছাত্রের বাবার সঙ্গে, প্রথমে ঘনিষ্ঠ হওয়া আর তারপর কুড়ি লক্ষ টাকা দাবি করে বসে। অন্যথায় ব্যক্তিগত মুহূর্তের সবকিছু ফাঁস করে দেবে , ক্রমাগত এই হুমকি দিতে থাকে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
সারা দেশ এবং পৃথিবীতে মূল্যবোধ নামক বিষয়টি বিসর্জন গিয়েছে। শিক্ষক-শিক্ষিকা যাঁরা সন্তানসম ছাত্র-ছাত্রীদের জীবনে শিক্ষার পাঠ দেবে, ন্যায়-অন্যায়, সততার পরাকাষ্ঠা হয়ে ছাত্র-ছাত্রীদের সামনে দাঁড়াবে, সেই শিক্ষিকা, ছাত্রের বাবার সঙ্গে এই সাংঘাতিক নোংরামি করে বসলেন।
পশ্চিম বেঙ্গালুরুতে স্ত্রী এবং তিন মেয়ের সঙ্গে থাকেন ব্যবসায়ী সতীশ (নাম পরিবর্তিত) ২০২৩ সালে তার ছোট ছেলে, পাঁচ বছর বয়সী মেয়েকে একটি স্কুলে ভর্তি করিয়েছিলেন।
ভর্তি প্রক্রিয়া চলাকালীন সেই স্কুলের শিক্ষিকা, রুদাগির সঙ্গে তাঁর দেখা হয়। রুদাগি এরপর নিজেই যোগাযোগ রাখতেন সতীশের সঙ্গে এবং তারা আলাদা সিম কার্ড আর ফোনে ভিডিও কল শুরু করেন। ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ হতে থাকে।
আরও পড়ুন: বিড়িতে সুখটান! ফ্লাইটে ধোঁয়ার কুন্ডলী! লুঙ্গিতে বিড়ি নিয়েই আকাশপথে গ্রেফতার…
এরপর রুদাগি ছাত্রের বাবা সতীশের কাছ থেকে ৪ লক্ষ টাকা দাবি করে। তারপর, জানুয়ারিতে, সে ১৫ লক্ষ টাকা দাবি করে। সতীশ দ্বিধাগ্রস্ত হওয়ায়, সে ৫০,০০০ টাকা ধার নেওয়ার অজুহাতে তার বাড়িতে চলে যায়।
সতীশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পর, তাঁর পরিবারকে গুজরাতে পাঠিয়ে দেয়।এইসময় তাঁর সন্তানের ট্রান্সফার সার্টিফিকেটের প্রয়োজন ছিল। স্কুলে পৌঁছানোর পর, সে রুদাগির অফিসে যায় যেখানে কালে এবং সাগর নামের দু’জন উপস্থিত ছিলেন। কালে, সতীশকে ব্যক্তিগত ছবি এবং ভিডিও দেখিয়ে ২০ লক্ষ টাকা দাবি করে, নইলে এগুলো তার পরিবারের কাছে পাঠানো হবে বলে হুমকি দেয়।
আরও পড়ুন: স্ত্রীকে মেরে দেহের সঙ্গে সারারাত গল্প! খুনের নেপথ্যে জটিল মনস্তত্বের হাড়হিম বাস্তব…
১৭ মার্চ, রুদাগি সতীশকে ফোন করে আরও টাকা চান। একজন প্রাক্তন পুলিশ অফিসারের জন্য ৫ লক্ষ টাকা, সাগর এবং কালের জন্য ১ লক্ষ টাকা এবং তার জন্য বাকি ৮ লক্ষ টাকা দাবি করেন।
বেগতিক দেখে সতীশ পুলিশকে ফোন করেন। পুলিশ এসে রুদাগি, সাগর এবং কালেকে গ্রেপ্তার করে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)