জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক! সিকিমে বাইক দুর্ঘটনায় কলকাতার পর্যটকের মৃত্যু।
পূর্ব সিকিমের পাহাড়ি রাস্তায় গ্যাংটকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক বাইকচালকের । সঙ্গে থাকা মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
কলকাতার যুগল বাইক চালিয়ে সিকিমে এসেছিলেন। তাঁরা পর্যটন কেন্দ্র জুলুক-এ ছিলেন। সিকিম ঘোরা শেষে আ্যডভেঞ্চারের জন্য তাঁরা বাইকেই ফিরে আসছিলেন। কিন্তু দুজনের কেউই জানতেন না যে এটি তাঁদের শেষ যাত্রা।
আরও পড়ুন: মন্দির ভেঙে ফেলা হবে! যন্ত্রণায় চরম পদক্ষেপ পুরোহিতের, ছেলেকে লিখে গেলেন…
যাত্রাপথে যখন তারা লিংতাম (পূর্ব সিকিম) পৌঁছন, তখন তাদের এই দুর্ঘটনা ঘটে। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টোদিক থেকে একটি ট্রাক আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সেই ট্রাকটিকে ধাক্কা মেরে।
আরও পড়ুন: গাড়ির ধাক্কায় মহিলা-সহ তিন জনকে পিষে মত্ত বীরপুঙ্গবের গর্জন, ‘আর এক রাউন্ড,নিকিতা?’
ঘটনাস্থলেই বাইকচালকের মৃত্যু হয় এবং পিছনে বসে থাকা মহিলা গুরুতর আহত হন। সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশের সহায়তায় ওই মহিলাকে রংলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত আরোহীর দেহ হাসপাতালে রাখা রয়েছে।
এখন পর্যন্ত তাঁদের দুজনের নাম এবং ঠিকানা জানা যায়নি তবে এটি পুলিশ নিশ্চিত করেছে যে তাঁরা কলকাতার বাসিন্দা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)