NOW READING:
Ranji Trophy 2024: রুদ্ধশ্বাস জয় বাংলার, শামির দাপটে হারের মুখ থেকে বাঁচাল অনুষ্টুপরা…
November 16, 2024

Ranji Trophy 2024: রুদ্ধশ্বাস জয় বাংলার, শামির দাপটে হারের মুখ থেকে বাঁচাল অনুষ্টুপরা…

Ranji Trophy 2024: রুদ্ধশ্বাস জয় বাংলার, শামির দাপটে হারের মুখ থেকে বাঁচাল অনুষ্টুপরা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একপ্রকার তীরে এসে তরি ডোবার পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলার রঞ্জি ট্রফিতে। শনিবার ছিল বাংলা বনাম মধ্যপ্রদেশের রঞ্জি ম্যাচ। অন্তিম ইনিংসে এসে বাংলার দেওয়া টার্গেটকে প্রায় ধরে ফেলেছিল মধ্যপ্রদেশ। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলার। শাহবাজ ও শামির যুগলবন্দী তে ১১ রানে জিতলো বাংলা।

শামির কামব্যাক নিয়ে কোনরকমের প্রশ্ন কারোর নেই। একই সঙ্গে ব্যাটে-বলে বাংলার জয়ে সব থেকে বড় অবদান রাখল শাহবাজ আহমেদ। দ্বিতীয় ইনিংসে শামির শিকার অনুভব আগারওয়াল। এরপর বোল্ড করেন রজত পাতিদারকেও। দুই ইনিংসে মোট ৭ উইকেট শামির ঝুলিতে। প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয়েছিল বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ৫২ রান করেছেন তিনি। 

আরও পড়ুন: WATCH | Suryakumar Yadav: হৃদয় ছুঁল যে ‘সূর্যপ্রণাম’, নেটিজেনদের কুর্নিশ অধিনায়ককে 

বাংলার হয়ে শেষ ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন শাহবাজ আহমেদ। মহম্মদ শামির ঝুলিতে ৩ উইকেট ১০২ রানের বিনিময়ে। শেষ ইনিংসে ২টি উইকেট নেন অভিষেককারী রোহিত কুমার। ১টি উইকেট নেন মহম্মদ কাইফ। ম্যাচের সেরা হন শাহবাজ আহমেদ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link