NOW READING:
জিনতের জঙ্গল সফর শেষ, বাঁকুড়া থেকে আলিপুর জু হাসপাতালে আনা হচ্ছে বাঘিনীকে
December 29, 2024

জিনতের জঙ্গল সফর শেষ, বাঁকুড়া থেকে আলিপুর জু হাসপাতালে আনা হচ্ছে বাঘিনীকে

জিনতের জঙ্গল সফর শেষ, বাঁকুড়া থেকে আলিপুর জু হাসপাতালে আনা হচ্ছে বাঘিনীকে
Listen to this article



<p>ABP Ananda Live: জিনতের জঙ্গল সফর শেষ, আনা হচ্ছে কলকাতায় । বাঁকুড়া থেকে আলিপুর জু হাসপাতালে আনা হচ্ছে বাঘিনীকে। আলিপুর জু হাসপাতালে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে জিনতকে । আজ বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গল থেকে ধরা হয় বাঘিনীকে। ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ধরা হয় জিনতকে।</p>
<p>রাজ্য জুড়ে সক্রিয় পাসপোর্ট জালিয়াতি চক্র। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জানালেন, পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাইয়ে পুলিশের সরাসরি কোনও ভূমিকা নেই। আবেদন প্রক্রিয়ার সরলীকরণের জন্য কেন্দ্রের কিছু নিয়ম রয়েছে। পাসপোর্ট দফতর এবং পোস্ট অফিসই গোটাটা দেখে বলে জানালেন তিনি। জালিয়াতি রুখতে তাঁরাই যাচাই প্রক্রিয়া নিজেদের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ডিজি। (Passport Verification)</p>
<p>রাজ্য জুড়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা যখন প্রকাশ্যে, সেই আবহে রবিবার সাংবাদিক বৈঠক করেন ডিজি। ২০১৮ সালে বিদেশমন্ত্রক পাসপোর্টের তথ্য যাচাই নিয়ে যে নির্দেশিকা প্রকাশ করেছিল, এদিন তা তুলে ধরেন ডিজি। তিনি জানান, কেন্দ্রের নিয়ম অনুযায়ী,পাসপোর্ট আবেদনকারীর তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন নেই। ঠিকানা যাচাই, আবেদনকারীর সঙ্গে দেখা করে স্বাক্ষরগ্রহণ করতে হবে না পুলিশকে। পাসপোর্ট দফতরের তরফে বিশেষ ভাবে অনুরোধ না করা হলে, পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন নেই। (DG Rajeev Kumar)</p>



Source link