# Tags
#Blog

BGBS 2025: আজ থেকে শুরু BGBS, থাকছে ৪০টি দেশ, পাশাপাশি শিল্পপতিরাও…

BGBS 2025: আজ থেকে শুরু BGBS, থাকছে ৪০টি দেশ, পাশাপাশি শিল্পপতিরাও…
Listen to this article


অয়ন ঘোষাল | শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ঢাকে কাঠি পড়ে গিয়েছে গতকালের মুখ্যমন্ত্রীর ডাকা চা চক্রে। আজ আনুষ্ঠানিক সূচনা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস-এর। সাজো সাজো রব নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। ইতিমধ্যেই সেন্টার লাগোয়া সমস্ত রাস্তায় বসে গিয়ে পুলিসি প্রহরা। কনভেনশন সেন্টার আগলাবেন প্রায় সাড়ে ৪০০ পুলিস কর্মী। থাকবেন ৩ জন ডিসি পদমর্যাদার অফিসার। থাকবেন বিধাননগরের নগরপাল। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিদের উপস্থিতি। অন্যদিকে বিদেশ থেকে আগত বণিকমহলের উপস্থিতি। সব মিলিয়ে বিমানবন্দর থেকে কনভেনশন সেন্টারের রাস্তায় ১০ মিটার অন্তর পুলিসি নজরদারি। বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন আজ। আসছেন অ্যাম্বাস্যাডররাও। ফলে নিরাপত্তা প্রশ্নে কঠোর প্রশাসন।

আরও পড়ুন:  বিবাদী বাগে সিটি সিভিল কোর্ট চত্বরে চলল গুলি, মৃত এক পুলিসকর্মী

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। মূল অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন বলে সূত্রের খবর। বাণিজ্য সম্মেলন উপলক্ষে অপূর্ব আলোর সাজে সেজেছে আলিপুরের একটি পাঁচতারা হোটেল থেকে নিউ টাউন পর্যন্ত যাওয়ার রাস্তা এবং মা উড়ালপুল।

বুধবার ও বৃহস্পতিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিজিবিএস চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার ৪০টি দেশের প্রায় ২০০ জন বিদেশি অতিথি যোগ দিচ্ছেন বিজিবিএসে। ২০টি দেশ হল ‘পার্টনার’। তাছাড়াও ২৬টি দেশের রাষ্ট্রদূত বা তাঁদের সমতুল্য প্রতিনিধিরা বিজিবিএসে যোগ দেবেন। এর আগে যে সাতটি বিজিবিএসের সম্মেলন হয়েছে, তাতে এতজন বিদেশি প্রতিনিধি যোগ দেননি। 

আজ দুপুর দুটোর সময় শুরু হতে চলেছে সম্মেলন। সম্মেলনে বিদেশি অভ্যাগতদের পাশাপাশি উপস্থিত থাকতে চলেছেন দেশের বিশিষ্ট শিল্পপতিরা । আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এবার সহযোগী দেশ হিসেবে রয়েছে কুড়িটি দেশ । পাশাপাশি উপস্থিত থাকবেন কুড়িজন অ্যাম্বাস্যাডর এবং হাই কমিশনার । এছাড়াও চল্লিশটি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন । প্রায় ৫০০০ ডেলিগেট উপস্থিত থাকতে চলেছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে । এছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ,ভুটানের একজন মন্ত্রীও থাকতে চলেছেন ।

আরও পড়ুন: খাস কলকাতায় এবার হাসপাতালে বিস্ফোরণ! অপারেশন থিয়েটারে…

মূলত যে সমস্ত বিষয়গুলির উপরে জোর দেওয়া হবে সেগুলি হল। ক্ষুদ্র, ছোট ও মাঝারি-সহ উৎপাদন ক্ষেত্র।  আন্তর্জাতিক বাণিজ্য। পর্যটন, স্বাস্থ্য, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো। তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, সৃজনশীল অর্থনীতি। শিক্ষা এবং বিদ্যুৎ। একমাত্র উন্নয়নের জোরেই সবকিছু সম্ভব সেই লক্ষ্যেই রয়েছে রাজ্য সরকার। যেহেতু আগামী বছর বিধানসভা ভোট সেটাকেই পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যসরকার। ২০২৩ সালে শেষ BGBS হয়েছিল। এবার ফের ২০২৫ সালে সামনের বছরই বিধানসভা ভোট। তাই সম্পূর্ণ নজর থাকবে এই বেঙ্গল সামিটে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal