# Tags
#Blog

রাজ্যে ITC করছে কোথায় বিনিয়োগ ? বাণিজ্য সম্মেলনে কী জানালেন কোম্পানির চেয়ারম্যান

রাজ্যে ITC করছে কোথায় বিনিয়োগ ? বাণিজ্য সম্মেলনে কী জানালেন কোম্পানির চেয়ারম্যান
Listen to this article


 Bengal Global Business Summit : পুরনো দিনের পরিস্থিতি আর নেই। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে শিল্প-বান্ধব পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। যার সুফল পাচ্ছেন বিনিয়োগকারীরাও (Investment)। রাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) এই মন্তব্য করলেন আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরি (Sanjiv Puri)। পাশাপাশি রাজ্যে বড় বিনিয়োগের বার্তা দিয়েছেন তিনি।  

রাজ্যে কী বিনিয়োগ রয়েছে আইটিসির
এদিনের বাণিজ্য সম্মেলনে আইটিসির চেয়ারম্য়ান সঞ্জাব পুরি বলেছেন, ‘প্যান ইন্ডিয়া কোম্পানি হওয়ার কারণে আমরা দেশের যেকোনও জায়গায় বিনিয়োগ করতে পারি। তাসত্ত্বেও পশ্চিমবঙ্গে রয়েছে আমাদের বেশিরভাগ বিনিয়োগ। ইতিমধ্যেই এখানে ১৮টি উৎপাদন ইউনিট চালাচ্ছি আমরা। যার মধ্যে একটি সবে শুরু হয়েছে।’ 

কোন-কোন খাতে রাজ্যে কাজ করছে ITC
আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরি জানিয়েছেন, রাজ্যে ইতিমধ্যেই তিনটি খাতে বিনিয়োগ করেছে কোম্পানি। সেখানে একাধিক হোটেল, কৃষি ক্ষেত্র ছাড়াও রয়েছে তথ্য় প্রযুক্তি ক্ষেত্রের নাম। সম্প্রতি সাড়ে ৭৫০০ কোটি রাজ্যের আইটি সেক্টরে বিনিয়োগ করেছে আইটিসি। কলকাতাকে বাছা হয়েছে গ্লোবাল সেন্টার ফর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স হিসাবে। যার উদ্বোধন করেছেন খোদ মুখ্য়মন্ত্রী। 

নিম থেকে একাধিক পণ্য়
রাজ্যে নতুন করে উৎপাদন বাড়াতে আইটিসি নিমগড়ের উদ্যোগ নিয়েছে কোম্পানি। যেখানে হাজার নিম গাছ লাগানো মূল লক্ষ্য়। এখানে আরএনডি করে নিমের একাধিক পণ্য় তৈরি করা হবে।  

আরও কতগুলি হোটেল রাজ্যে
আতিথেয়তার ব্যবসা রাজ্যে একটা বড় বিনিয়োগের জায়গা। কারণ পশ্চিমবঙ্গে এটা একটা বৃদ্ধির জায়গা। ইতিমধ্যেই রাজ্যে ৬টি হোটেল রয়েছে আইটিসির। আগামী কয়েক বছরের মধ্যে এই হোটেলের সংখ্যা ১২ তে নিয়ে যাবে কোম্পানি।

কৃষিখাতে কী কাজ
রাজ্যে কৃষিখাতেও নিজের সাক্ষর রেখেছে আইটিসি। বর্তমানে কৃষকদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাহায্য় করছে কোম্পানি। ইতিমধ্যেই সাহায্য়কারী কৃষকদের সংখ্যাটা লাখ ছাড়িয়েছে। আগামী দিনে এই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে। 

সর্বপরি রাজ্যে কোম্পানির এই বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরি। তাঁর মতে, রাজ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হওয়ার ফলেই এই কাজ করা সম্ভব হচ্ছে।  

Ambuja Neotia Group : রাজ্যে পাঁচ বছরে হবে ১৫ হাজার কোটির বেশি বিনিয়োগ, এই গ্রুপ দিল ভরসা

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal