NOW READING:
বাড়বে DA? হবে কর্মসংস্থান? রাজ্য বাজেট নিয়ে কী আশা সাধারণ জনগণের?
February 12, 2025

বাড়বে DA? হবে কর্মসংস্থান? রাজ্য বাজেট নিয়ে কী আশা সাধারণ জনগণের?

বাড়বে DA? হবে কর্মসংস্থান? রাজ্য বাজেট নিয়ে কী আশা সাধারণ জনগণের?
Listen to this article


Budget 2025: ছাব্বিশের ভোটের আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ডিএ, লক্ষ্মীর ভাণ্ডারে নজর। বিকেলে বিধানসভায় বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক। 

 

‘লাইট সব ভাঙা …মদ খায় লোকে’ নিরাপত্তাহীনতায় ভুগছেন নিউটাউনের বাসিন্দা থেকে অফিসযাত্রী মহিলারা

রাজ্যের তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউটাউন। ঝাঁ চকচকে অফিস পাড়ায় রোজ অন্তত ৫৫ হাজার আইটি কর্মী কাজের সূত্রে যাতায়াত করেন। সেখানেই টোটোয় করে বাড়ি ফিরতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছে ১৪ বছরের কিশোরীর। টোটো চালকের  স্ত্রীর বয়ানে উঠে এসেছে হাড়হিম করা ঘটনার বর্ণনা, যা স্বাভাবিকভাবেই ঘুম ওড়াবে মানুষের। কারণ যে নিউটাউনে ভয়াবহ পরিণতি হয় স্কুল ছাত্রীর, সেখানেই তো রাত-বিরেতে, নিঝুম সন্ধেয়, আলো-আঁধারি রস্তায় পথ চলা স্থানীয় বাসিন্দা থেকে নিত্য যাত্রীদের।



Source link