NOW READING:
Ben Stokes | World Test Championship: ‘একেবারে বিভ্রান্তিকর’! WTC-র বেনজির সমালোচনায় স্টোকস, ফাইনালে ইংরেজদের চোখ নেই!
November 28, 2024

Ben Stokes | World Test Championship: ‘একেবারে বিভ্রান্তিকর’! WTC-র বেনজির সমালোচনায় স্টোকস, ফাইনালে ইংরেজদের চোখ নেই!

Ben Stokes | World Test Championship: ‘একেবারে বিভ্রান্তিকর’! WTC-র বেনজির সমালোচনায় স্টোকস, ফাইনালে ইংরেজদের চোখ নেই!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেন স্টোকসের (Ben Stokes) ইংল্যান্ড এসেছে নিউ জিল্যান্ডে। ইংরেজরা তিন ম্যাচের টেস্ট সিরিজ (England tour of New Zealand 2024-25) খেলবে টম ল্য়াথামদের বিরুদ্ধে। ক্রায়েস্টচার্চে শুরুও হয়ে গিয়েছে প্রথম টেস্ট। আর এই সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বেনজির সমালোচনা করলেন ব্রিটিশ অধিনায়ক। বলে দিলেন ‘একেবারে বিভ্রান্তিকর’ এই চ্যাম্পিয়নশিপ। এখানেই শেষ নয়, স্টোকস সাফ বলে দিলেন ফাইনালে ইংরেজদের চোখ নেই! 

আরও পড়ুন: ৬, ৬, ৬, ৬, ৪! মেরে তক্তা বানালেন হার্দিক, বোলারদের চোখের জল বেরিয়ে গেল…

স্টোকস বলেন, ‘সত্যি বলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একেবারে বিভ্রান্তিকর। আমি এই টুর্নামেন্টের দিকে তাকাই না। দীর্ঘ সময়ে ধরে ভালো ক্রিকেট খেলছেন, আপনি ফলও পাচ্ছেন। তারপর দেখলেন ফাইনাল চলে এল। আমার তো মনেই পড়ে না, আমি আদৌ কখনও এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলাদা করে ভেবেছি। আমরা বাকিদের থেকে অনেক বেশি ক্রিকেট খেলি। সে দিকেই আমাদের ফোকাস থাকে। আমাদের এই দল ম্য়াচ ও সিরিজ ধরে ধরে ভাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাকলে ভালো, কিন্তু দীর্ঘ সময় ধরে খেলা হয়েই চলেছে…’ 

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একে ভারত (১১০ পয়েন্ট), দুয়ে অস্ট্রেলিয়া ( ৯০ পয়েন্ট), তিনে শ্রীলঙ্কা ( ৬০ পয়েন্ট), চারে নিউ জিল্যান্ড (৭২), পাঁচে দক্ষিণ আফ্রিকা (৫২) ও ছয়ে ইংল্যান্ড (৯৩)। দেখতে গেলে ইংরেজরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়েও নেই। এবার আসা যাক ইংল্যান্ড-নিউ জিল্যান্ড প্রথম টেস্টের দিকে। হেগলে ওভালে নিউ জিল্যান্ডে টস হেরে প্রথমে ব্য়াট করছে। দিন শেষে ৮ উইকেটে ৩১৯ রান তুলেছে কিউয়িরা। কেন উইলিয়ামসন ৯৩ রান করে আউট হয়েছেন। সাত রানের জন্য় শতরান পাননি তিনি।

আরও পড়ুন: অবিশ্বাস্য ঐতিহাসিক রেকর্ড! ৫৫০০% বেতন বৃদ্ধি এই ভারতীয়র, ধারণাতেও আসবে না সেই নাম
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

 

 

 

 

 





Source link