NOW READING:
প্রায় ২২ ঘণ্টা পার, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য, ‘ত্রিকোণ প্রেমের তত্ত্ব..’ !
March 9, 2025

প্রায় ২২ ঘণ্টা পার, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য, ‘ত্রিকোণ প্রেমের তত্ত্ব..’ !

প্রায় ২২ ঘণ্টা পার, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য, ‘ত্রিকোণ প্রেমের তত্ত্ব..’ !
Listen to this article


উত্তর ২৪ পরগনা: প্রায় ২২ ঘণ্টা পার, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য। গুলিবিদ্ধ হয়েছেন INTTUC নেতা, মাঝে পড়ে আক্রান্ত হন বেলঘরিয়ার বাসিন্দা। 

 তখন শনিবার রাত ৮ টা ৪৫ মিনিট। বাইকে চেপে হামলা চালায় ৩ দুষ্কৃতী। শ্যুটআউট।  চা খেতে এসে খেতে, দুষ্কৃতী হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ডাক্তার দেখাতে আসা যুবক। আতঙ্কে বেলঘরিয়ার সন্তু দাস। গুলিবিদ্ধ টেক্সম্যাকো কারখানার INTTUC নেতা বিকাশ সিংহ। পেটে গুলি, আর জি কর মেডিক্যালে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা।  অনুগামীর উপরে হামলা, খুনের আশঙ্কা খোদ তৃণমূল কাউন্সিলরের। কারখানার ইউনিয়নের দখলদারি নিয়ে হামলা, দাবি তৃণমূল কাউন্সিলরের। ‘এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ-ইন্দোল বিবাদ’, বেলঘরিয়ায় শ্যুটআউটের নেপথ্যে ত্রিকোণ প্রেমের তত্ত্ব পুলিশের: সূত্র।

আরও পড়ুন, দ্বন্দ্ব ভুলে ফের এক ফ্রেমে, ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব, দাবি কল্যাণের

আরও দেখুন



Source link