NOW READING:
চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন
March 11, 2025

চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন

চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন
Listen to this article



<p><strong>সমীরণ পাল, বেলঘরিয়া:</strong> ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?&nbsp;</p>
<p>চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।”<u></u><strong><u><br /></u></strong><br />শনিবার রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষকৃতীরা। গোলাগুলির মাঝে পড়ে জখম হন এলাকারই বাসিন্দা সন্তু দাস। যিনি ডাক্তার দেখানোর পর চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। কোমরে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন তিনি। এই ঘটনার পর থেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছে এলাকাবাসী। অনেকে বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। ওই এলাকার এক বাসিন্দা বলেন, "অনেক ভয় আছে দাদা। আজ পর্যন্ত এসব হয়নি, যা কালকে হয়েছে। আম আদমি কী করবে? আমরা চা খাব গুলি মারে, আমাদের লেগে গেলে কী করব।” আরেক বাসিন্দার কথায়, "<u></u>কেউ লোক বেরোতে পারবে এবার? কারও বাড়িতে ঝগড়া আছে, ঝামেলা আছে যা আছে, তো কি আম জনতা, ম্যাঙ্গো পিপল মরবে?”<strong><u><br /></u></strong><br />ডাক্তার দেখাতে বেরিয়ে কোনও নিরীহ ব্য়াক্তিকে যদি গুলি খেতে হয়, তাহলে আইনশৃঙ্খলা ব্য়বস্থার কী হাল? একুশের বিধানসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই সময় দোকানে কেনাকাটা করতে গিয়ে প্রাণ যায় বছর চোদ্দোর এক কিশোরের। আবার পঞ্চায়েত ভোটের আগে, ২০২২ সালের ১৪ নভেম্বর, বীরভূমের সাঁইথিয়ায় গ্রাম দখল ঘিরে তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে বোমাবাজিতে গুরুতর জখম হয় এক নাবালক। এবার বেলঘরিয়াতেও, গুলি খেলেন এক নিরীহ যুবক।<br /><br /><strong>আরও পড়ুন: <a title="Jadavpur University Chaos: " href="https://bengali.abplive.com/district/jadavpur-university-campus-police-enter-in-civil-dress-1124247" target="_self">Jadavpur University Chaos: "কাজ কী? শুধু শাসকের নিরাপত্তা?” যাদবপুরে পুলিশ প্রবেশে প্রশ্ন পড়ুয়াদের</a></strong></p>



Source link