NOW READING:
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে মর্মান্তিক পরিণতি, যুবকের মৃত্যুতে গ্রেফতার তিন
April 2, 2025

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে মর্মান্তিক পরিণতি, যুবকের মৃত্যুতে গ্রেফতার তিন

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে মর্মান্তিক পরিণতি, যুবকের মৃত্যুতে গ্রেফতার তিন
Listen to this article


কলকাতা: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের (Belgharia Expressway) ধারে শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার করা হল তিন জনকে। এদিন এক্সপ্রেসওয়ের কাছে রাজীবনগরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ২ রাউন্ড গুলি চালিয়ে যুবককে খুন করে দুষ্কৃতীরা। যুবকের মাথায় গুলির ক্ষত আছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে ধারণা পুলিশের। স্থানীয়দের দাবি, নিহত যুবক তৃণমূলকর্মী, প্রোমোটিংয়ের কাজ করত। 

বুধবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ঘেঁসা রাজীবনগরে, তাঁকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সাগর দত্ত মেডিক্যালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহত যুবকের বাড়ি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে রাজীবনগরে। জমিজমা কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল কর্মী এই যুবক। নিহত যুবকের মায়ের দাবি, “ওই দালালি টালালি করত না, এইজন্য। এই জায়গা জমির কাজ করে। এই জায়গা জমি অন্যের নামে, নিজের করে বিক্রি করে। সন্দেহ আছে আমাদের শত্রু এই সুশান্ত। সুশান্ত আর সুজয় দুজনে মিলে।”

কিন্তু যাদের নামে নিহতের পরিবার অভিযোগ করছে, তাঁরা কারা? সুশান্ত রায় বেলঘরিয়ার রাজীবনগর এলাকারই বাসিন্দা। আর সুজয় দাস উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। নিহত যুবকের মা বলেন, “আমার ছেলেও কম দামে জমি কিনত। কিনে বিক্রি করত। টাকার বখরাও দিতে হত।” এইসমস্ত বিষয়ে তাঁর প্রতিক্রিয়া নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, ফোন ধরেননি উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজয় দাস। এদিকে, নিহতের মায়ের আরও অভিযোগ, এর আগেও তাঁকে বাড়িতে ঢুকে মারধর করে সুশান্ত। তিনি জানিয়েছেন, “৬ মাস আগে ঘর বন্ধ করে রাত্রিবেলা বন্দুক দিয়ে মাথায় মারল আমার ছেলেকে। সব লোক জড়ো হয়ে গেল। রিহানকে বের করে হাসপাতালে নিয়ে গেল আর ওরা সব পালিয়ে গেল। নিহত যুবক রিহান খানের ব্যবসায়িক বন্ধু জয়ন্ত দে অবশ্য অন্য দাবি করছেন। তাঁর অভিযোগ, “এলাকায় জুয়া সাট্টার ঠেক চলত। আমরা প্রতিবাদ করি তাই এই ঘটনা।”

শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ, অনুপম সিংহ বলেন, “গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কী হয়েছিল তদন্তসাপেক্ষ আছে। প্রথম দৃশ্যটা দেখে মনে হচ্ছে প্লেস অফ অকারেন্স এখানেই আছে। ঘটনা এখানেই হয়েছে। এখানে বসে গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে। বোধহয় মদ খাচ্ছিল। জেনারেলি ওনারা প্রোমোটিং করে যা ওনার ফ্যামিলি মেম্বারদের থেকে শুনেছি।” ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আরও দেখুন



Source link