NOW READING:
Diwali Firecrackers: সাবধান ! কালী পুজোতেই হারাতে পারে আপনার বাচ্চার দৃষ্টি শক্তি…
October 29, 2024

Diwali Firecrackers: সাবধান ! কালী পুজোতেই হারাতে পারে আপনার বাচ্চার দৃষ্টি শক্তি…

Diwali Firecrackers: সাবধান ! কালী পুজোতেই হারাতে পারে আপনার বাচ্চার দৃষ্টি শক্তি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন বাদেই কালীপুজো। তার আগে রমরমা বাজার বাজির। বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে শব্দবাজি। আইনের কড়াকড়ি যতই থাক, কালীপুজোর রাতে বাজি পুড়বেই। আর বাজির ধোঁয়ায় বাতাসও দূষিত হবে। কিন্তু এই বাজির ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে শিশুদের। এছাড়াও বাজির ধোঁয়া ক্ষতি করতে পারে আপনার ফুসফুসকে। এই রাসায়নিক চোখের কর্নিয়ায ঢুকে গেলে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে। 

বাজির ধোঁয়ায় থাকে সালফার ডাই- অক্সাইড, বেরিয়াম অক্সাইড, নাইট্রেট, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম সহ বিভিন্ন ভারী বিষাক্ত যৌগ, যা মানুষ সহ সমস্ত প্রাণীদেহের ওপর বিষক্রিয়া করে। শিশুদের চোখ অত্যন্ত সংবেদনশীল তাই সহজেই তার ওপর এর প্রভাব পড়ে।

আরও পড়ুন: Mango Seed kernel: এবার আমের আঁটিই ধ্বংস করবে ক্ষতিকর ব্যাকটেরিয়া! অ্যান্টিবায়োটিকের জগতে যুগান্তর…

বাচ্চাদের চোখের কী কী ক্ষতি হতে পারে ?

চোখ লাল হয়ে যাওয়া: বাজির ধোঁয়ায় বাচ্চাদের চোখ লাল হয়ে যেতে পারে। এছাড়াও চোখে জল জমে যাওয়ার মতন সমস্যা হতে পারে।

অতিরিক্ত আলো: অনেক সময় বোঝা যায় না। কিন্তু বাজি থেকে যে তীব্র আলো বেরোয়, তা সহজেই শিশুদের চোখে প্রভাব ফেলতে পারে। সেই তীব্র আলোর ফলে খানিকটা ঝাপসা দেখতে পারে আপনার বাচ্চা। গ্লোকমার মতন চোখের গুরুত্বর সমস্যা আসতে পারে ছোট থেকেই। এবং সহজেই চোখের জল শুকিয়ে যাওয়া। এইসব কিছুই সমস্যায় শব্দবাজির ধোঁয়ার ফলে দেখা যেতে পারে। 

আরও পড়ুন: Blood Pressure: সাবধান! নুনের সামান্য হেরফেরই হয়ে উঠতে পারে প্রাণঘাতী, এখনই সতর্ক হন… 

দীপাবলির সময় বাচ্চাদের আনন্দ করার থেকে বিরত করা যায় না। এইমত অবস্থায় তুবড়ি, চরকি, বা হাওয়াই জ্বালানোর সময় সরাসরি বাজির ওপরে ঝুঁকে না থেকে একটু তেরছা ভাবে তাকাবেন। এছাড়াও বোতল রকেট এড়িয়ে চলবেন। বদ্ধ জায়গায় বাজি ফাটাতে গেলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা থাকে। শব্দবাজি থেকে শ্রবণ শক্তি নষ্ট হতে পারে, হৃদরোগ থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও থাকে। তাই বাজি পোড়ালে সবদিক থেকে সতর্ক থাকা উচিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link