বদলে যাচ্ছে আইপিএলের খোলনলচে? নিলামে থাকতে পারে চমক, বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড

Estimated read time 1 min read
Listen to this article


মুম্বই: আইপিএলের (IPL 2025) খোলনলচে বদলে যাচ্ছে? কতজন করে ক্রিকেটারকে রিটেন করে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি? ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কি বহাল থাকছে?

প্রশ্ন অনেক। উত্তর খোঁজার জন্য আইপিএলের দশ দলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। থাকবেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যেরা। বহুদিন থেকেই এই বৈঠক নিয়ে কথা হচ্ছিল। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, চলতি মাসের শেষেই হচ্ছে সেই বৈঠক। সম্ভবত ৩০ বা ৩১ জুলাই হবে সেই বৈঠক। শোনা যাচ্ছে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দলকে সেই মতো প্রস্তুত থাকতে বলেছে বোর্ড।

কোথায় হবে সেই বৈঠক? সম্ভবত মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে। সাধারণত এরকম বৈঠক হয় কোনও পাঁচতারা হোটেলে। তবে ওয়াংখেড়ে স্টেডিয়াম সংলগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের হেড কোয়ার্টারকে সংস্কার করে ঝাঁ চকচকে চেহারা দেওয়া হয়েছে। বোর্ড কর্তারা চান সব ফ্র্যাঞ্চাইজি সেই দফতর দেখুন। সেই কারণেই বোর্ডের সদর দফতরে বৈঠকে আয়োজন।

বৈঠকে মূল আলোচ্য বিষয়, মেগা নিলামের আগে কতজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। যা নিয়ে মতভেদ রয়েছে। কয়েকটি দল চায় রিটেনশন প্রথা তুলে দেওয়া হোক এবং নিলামে সব ক্রিকেটারকে তোলা হোক। তাতে কোনও দল চাইলে যশপ্রীত বুমরা বা বিরাট কোহলি বা হার্দিক পাণ্ড্যদের জন্য ঝাঁপাতে পারবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের নিয়েও দড়ি টানাটানি করা যাবে সেক্ষেত্রে। যদিও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি রিটেনশন প্রথার পক্ষে। কয়েকদিন দল তো এমনও চাইছে যে, রিটেনশন কোটা আরও বাড়িয়ে দেওয়া হোক। এই বিষয়ে বৈঠকে সব দলের মতামত নেবেন বোর্ড কর্তারা।

ক্রিকেটারদের স্যালারি ক্যাপ নিয়েও কথা হবে। গত আইপিএলের আগে মিনি নিলামে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স বিক্রি হয়েছিলেন রেকর্ড অর্থে। স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। তবে বোর্ড এবার নিশ্চিত করতে চায় যে, ক্রিকেটারদের দামের মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। প্রত্যেক দলের হাতে পার্সের পরিমাণ বাড়িয়ে ১২০ কোটি টাকা করার কথাও চিন্তাভাবনা চলছে।

আরও পড়ুন: স্নেহাশিসের বিয়েতে হয়তো থাকছেন না সৌরভ-ডোনা, কোথায় হচ্ছে অনুষ্ঠান?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours