NOW READING:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, গড়লেন ইতিহাস
August 27, 2024

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, গড়লেন ইতিহাস

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, গড়লেন ইতিহাস
Listen to this article


দুবাই: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান (ICC Chairman) নির্বাচিত হলেন জয় শাহ (Jay Shah )। গ্রেগ বার্কলের ছেড়ে যাওয়ার পর, ১লা ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নিযুক্ত হলেন তিনি। অমিত শাহপুত্রই সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন।

২০ অগাস্ট নিউজ়িল্যান্ডের জর্জ বার্কলে জানিয়ে দেন সুযোগ থাকলেও, তিনি তৃতীয়বার আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করতে আগ্রহী নন। সরে দাঁড়াবেন তিনি। তারপর থেকেই শোনা যাচ্ছিল জয় শাহ নাকি আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে আগ্রহী। তাঁর জয়ও কার্যত নিশ্চিতই ছিল। এবার কার্যতটা সরে গেল। জয় শাহই হলেন নতুন আইসিসি চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক কমিটির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ।

দায়িত্ব নিয়েই জয় শাহ ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং সেই উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথাও বলেন। তিনি জানান, ‘আমাদের প্রধান লক্ষ্য হল ক্রিকেটকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, এর জনপ্রিয়তা আরও বাড়ানো। আমরা যেমন অতীত থেকে শিক্ষা নেব, তেমনই বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতি ভালবাসা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি আমাদের সেই লক্ষ্যের দিকে বড় পদক্ষেপ। আমি নিশ্চিত এর ফলে ক্রিকেটের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছবে।’

শাহের মুখে ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটের মধ্যে যাতে সামঞ্জস্য ও ভারসাম্য বজায় থাকে, সেই বিষয়ে কাজ করার কথাও শোনা যায়। ‘আইসিসির দল এবং আমাদের সদস্য দেশগুলির সঙ্গে মিলে ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার বিষয়ে কাজ করতে আমি আগ্রহী। আমরা এমন এক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে বিভিন্ন ফর্ম্যাট যাতে পাশাপাশি নিজেদের ঐতিহ্য ধরে রাখতে পারে, আধুনিক প্রযুক্তি যাতে খেলায় যুক্ত হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সামনে আমাদের খেলার নিদর্শন যাতে মেলে ধরা যায়, সেই বিষয়ে কাজ করা জরুরি।’ বলেন নবনির্বাচিত আইসিসি চেয়ারম্যান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দলীপ ট্রফির দলে বড় রদবদল, অসুস্থতায় নেই সিরাজ, ছেড়ে দেওয়া হল জাডেজাকেও 

আরও দেখুন



Source link