NOW READING:
সত্যি হতে চলেছে জল্পনা? বাতিল হচ্ছে রোহিত-বিরাটের জাতীয় দলে কামব্যাক সিরিজ়?
July 4, 2025

সত্যি হতে চলেছে জল্পনা? বাতিল হচ্ছে রোহিত-বিরাটের জাতীয় দলে কামব্যাক সিরিজ়?

সত্যি হতে চলেছে জল্পনা? বাতিল হচ্ছে রোহিত-বিরাটের জাতীয় দলে কামব্যাক সিরিজ়?
Listen to this article


নয়াদিল্লি: পরের মাসেই পড়শি বাংলাদেশের বিরুদ্ধে (India Bangladesh Series) তিন ম্য়াচের ওয়ান ডে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের মাঠে নামার কথা ছিল। ১৭ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সেই সিরিজ় আয়োজিত হওয়ার কথা। এই সিরিজ়েই ফের একবার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) জাতীয় দলের জার্সিতে দেখা যেত। সেই কারণেই এই সিরিজ়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী এই সিরিজ় বাতিল হচ্ছে।

সূত্রের দাবি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই কারণেই মূলত এই সিরিজ় বাতিল হতে চলেছে। এখনও অবধি সরকারিভাবে সিরিজ় বাতিল করার কথা ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই দুই বোর্ডের তরফে যুগ্মভাবে এক বিবৃতি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেখানে এই সিরিজ় বাতিল নয়, বরং পিছিয়ে যাচ্ছে বলেই ঘোষণা করা হতে পারে।

এই সপ্তাহের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানান যে বিসিসিআইয়ের তরফে এখনও এই সফরে অংশগ্রহণ করার বিষয়ে কোনও নিশ্চয়তা তিনি পাননি। আমিনুল সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আমি ইতিমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি এবং আলোচনাটা ইতিবাচকই ছিল। আমরা আশাবাদী। পরের মাসে তো ওই সিরিজ়টা খেলার কথা। কিন্তু ওরা এখনও সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন।’ তিনি আরও যোগ করেন, ‘কথাবার্তা চলছে। কোনও কারণবশত যদি অগাস্টে ওরা না আসতে পারে, তাহলে পরের উইন্ডোতে ওরা সফর করবে। তবে আমরা কিন্তু এই বিষয়ে বেশ ইতিবাচক। আপাতত এটুকু বলব যে বিসিসিআই এই বিষয়ে এখনও পর্যন্ত বেশ পেশাদারভাবেই সবটা সামলাচ্ছে।’  

ফলে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে রোহিত ও বিরাটকে জাতীয় দলের জার্সিতে দেখার জন্য ভারতীয় দলের ক্রিকেটপ্রেমীদের বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। বাংলাদেশের বদলে হয়তো অজ়িভূমে রোহিতদের কামব্যাক ঘটতে পারে। ১৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মুখোমুখি হবে, সেই সিরিজ়েই তাঁদের দেখা যেতে পারে। সেই সিরিজ়ের জন্য কিন্তু ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে। অস্ট্রেলিয়া ক্রিকেট এই সিরিজ়কে তাঁদের দেশের মাঠে রোহিত ও বিরাটের শেষ সফর হিসাবেও মনে করছে। সেইজন্য প্রস্তুতিও সারছে। তার সঙ্গে সঙ্গে বাড়ছে উন্মাদনা, উত্তেজনা। শেষমেশ কী হয় সেটাই দেখার।



Source link