জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত রবিবার, গ্রুপের শেষ ম্যাচে ভারত ৪৪ রানে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছে। আগামিকাল, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত খেলবে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে। মেগাম্যাচের ঠিক একদিন আগেই দেশের বিশ্বকাপজয়ী অধিনায়ককে বেনজির আক্রমণ করলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ (Congress spokesperson Shama Mohamed)!
আরও পড়ুন: ‘মোটা রোহিত শর্মা ভারতের সবচেয়ে প্রভাবহীন অধিনায়ক’!
শামা আজ, সোমবার তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রোহিত শর্মা একজন স্পোর্টসম্যান হিসেবে মোটা! তাঁকে ওজন কমাতে হবে! এবং অবশ্যই তিনি ভারতের সবচেয়ে প্রভাবহীন অধিনায়ক!’ এই বিবৃতি দেওয়ার পরেই দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া এবার কড়া প্রতিক্রিয়া দিলেন। তিনি এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক! একজন দায়িত্বশীল ব্যক্তি এমন মন্তব্য কীভাবে করতে পারেন! যেখানে রোহিত আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলছেন। এমন মন্তব্য অত্যন্ত অসম্মানজনক এবং ক্ষতিকর। ভারতীয় দলের সকল খেলোয়াড়ই খুব ভালো পারফর্ম করছেন এবং এরকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কিছু ভুল প্রভাব পড়তে পারে। আমি আশা করব যে, কোনও গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বশীল ব্যক্তি তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তার জন্য, টুর্নামেন্ট চলাকালীন এমন মন্তব্য করবেন না! যা দলের পারফরম্যান্সের ক্ষতি করতে পারে!
আরও পড়ুন: মা আর নেই! ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ফিরলেন দেশে, অজিযুদ্ধের আগে বিরাট ধাক্কা
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
রোহিতকে অপমান করায় কংগ্রেসকে ধুয়ে দিয়েছে পদ্মশিবিরের নেতানেত্রীরা। রোহিত সমর্থনে একের পর এক আগুনে বিবৃতি দিচ্ছেন তাঁরা। শামা পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তাঁর রোহিতকেন্দ্রিক এক্সটি ডিলিট করে দিয়েছেন। কিন্তু নেটপাড়ায় স্ক্রিনশট ঘুরছে। যদিও নিজের অবস্থান থেকে সরে আসেননি শামা। তিনি সংবাদসংস্থা এএনআই-কে রোহিত কাণ্ডে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, ‘একজন খেলোয়াড়ের ফিটনেস সম্পর্কে একটি সাধারণ টুইট ছিল। মোটেই বডি শেমিংয়ের বিষয় ছিল না। আমি সবসময় বিশ্বাস করি যে, একজন খেলোয়াড়ের ফিট থাকা উচিত, এবং আমার মনে হয়েছিল যে রোহিতের ওজন একটু বেশিই, তাই আমি কেবল সেই সম্পর্কে টুইট করেছি। কিন্তু কোনও কারণ ছাড়াই আমার উপর আক্রমণ করা হচ্ছে। আমি রোহিতের পূর্ববর্তী অধিনায়কদের সঙ্গে তাঁর তুলনা করে এই বিবৃতি দিয়েছি। আমার অধিকার আছে। বলার মধ্যে ভুল কী? এটা গণতন্ত্র।’ রোহিতের ওজন নিয়ে অতীতেও বহু মানুষ বহু কিছু বলেছেন, এখনও তা চলছে, হয়তো আগামীতেও চলবে। তবে বাইশ গজ জানে সাদা বলের ক্রিকেটে রোহিত সর্বকালের সেরাদেরই একজন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours