জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে ব্যাক টু ব্যাক হারল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে হেরেই মুম্বই (MI) তাদের এবারের আইপিএল অভিযান ( IPL 2025) শুরু করেছিল। গত শনিবার মুম্বই আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও হারল। পাঁচদিন পরেও মুম্বই জয়ের মুখ দেখল না। একে তে পরপর হার, তারউপর বিরাট ধাক্কা খেলেন দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। যে ভুলের জন্য তাঁকে ক্ষমা করল না বিসিসিআই (BCCI)!
আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
হার্দিক এবারের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি। তাঁর বদলে চেন্নাইয়ের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। গতবছর আইপিএলে, মুম্বইয়ের গ্রুপ পর্যায়ের শেষ খেলা ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সঞ্জীব গোয়েঙ্কার টিমের বিরুদ্ধে মুম্বইয়ের মন্থর ওভার রেটের দায় হার্দিকের ৩০ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই নিয়ে তৃতীয়বার একই মরসুমে একই ভুল করেছিল মুম্বই। যার ফলে হার্দিক এক ম্যাচ নির্বাসিত হয়েছেন।
নির্বাসন কাটিয়ে গুজরাতের বিরুদ্ধে হার্দিক ফিরেই সেই একই ভুল করলেন! আইপিএলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে, আইপিএল পঁচিশের ৯ নম্বর ম্যাচের ঘটনা। মন্থর ওভাররেটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধির ২.২ ধারা অনুসারে, যা সর্বনিম্ন ওভাররেট সংক্রান্ত ভুলের সঙ্গে জড়িত, পাণ্ডিয়াকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চলতি মরসুমে মুম্বইয়ের এই ভুল প্রথমবার হল।’
মুম্বই গত মরসুমে ১০ নম্বরে লিগ শেষ করেছিল! সবার আগে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াদের। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি অতীতের গরিমা ফিরিয়ে আনতে মরিয়া। কিন্তু পরপর দুই ম্যাচেই হেরে বসল মুম্বই। ঘরের মাঠে শুভমন গিলরা টস জিতে হার্দিকদের বল করতে পাঠিয়ে ছিলেন। প্রথমে ব্যাট করে গুজরাত স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেছিল ৮ উইকেট হারিয়ে। জবাবে মুম্বই ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সমর্থ হয়েছিল। মুম্বই হারে ৩৬ রানে। আগামিকাল মুম্বই নিজেদের ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: লাহোরে জন্মানো ক্রিকেটারের ঐতিহাসিক অভিষেক, ‘দেশে’র বিরুদ্ধেই করলেন সর্বকালীন রেকর্ড!
আরও পড়ুন: ভারতীয় দলের ৩ তারকার ভয়ংকর ষড়যন্ত্র; রাতের আঁধারে পাঁজাকোলা করে জলে ফেললেন কাকে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)