<p>ABP Ananda Live: বারুইপুরে মাদক কারবারির বাড়িতে টাকার পাহাড় । এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার ! বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান।বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ ! শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার।</p>
<p><strong>মারের পাল্টা মার! মুখোমুখি আমেরিকা-চিন, ট্রাম্প মসনদে ফিরতেই নেমে এল বাণিজ্যযুদ্ধের ছায়া</strong></p>
<p> </p>
<p>আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প ফিরতেই শুরু হয়ে গেল যুদ্ধ। না, বিশ্বযুদ্ধ নয়, বাণিজ্যযুদ্ধ। আর তাতে মুখোমুখি দুই তাবড় শক্তিশালী দেশ আমেরিকা ও চিন। চিনা পণ্যের উপর সম্প্রতি ১০ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এর পাল্টা আমেরিকার পণ্যের উপর শুল্ক চাপানোর ঘোষণা করল চিন। (Trade War)</p>
<p>চিন জানিয়েছে, আমেরিকার কয়লার উপর ১৫ শতাংশ, তরল প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ এবং অশোধিত তেল, কৃষি যন্ত্রাংশ এবং বড় ইঞ্জিনের গাড়ির উপর ১০ শতাংশ শুল্ক বসাবে তারা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে আমেরিকার পণ্যের উপর শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে চিন। (US China Tariff War)</p>
<p> </p>
<h1 class="abp-article-title"> </h1>
Source link
শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, বারুইপুর থেকে উদ্ধার কোটি টাকার মাদক

+ There are no comments
Add yours