শুধু অপহরণে নয়, বারাসাতের TMC কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে কাটমানি-কাণ্ডেও !
![শুধু অপহরণে নয়, বারাসাতের TMC কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে কাটমানি-কাণ্ডেও ! শুধু অপহরণে নয়, বারাসাতের TMC কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে কাটমানি-কাণ্ডেও !](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/21/57a2aa114970d1f8c24e3e0bbc4394831726942371677484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : </strong>শুধু ব্যবসায়ী অপহরণে নয়, বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের নাম জড়িয়েছে কাটমানি-কাণ্ডেও। ২০১৯ সালে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।</p>
<p>বছর দুই আগে, একই অভিযোগে পোস্টারও পড়ে তৃণমূল কাউন্সিলরের নামে। ধৃত তৃণমূল নেতার কাউন্সিলর পদ খারিজের দাবিতে এদিন পথে নামে বামেরা। এ নিয়ে আলোচনা করা হবে কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে, জানিয়েছেন চেয়ারম্যান।সুপারি পেয়ে ব্যবসায়ীকে অপহরণ! তারপর সোয়া দু’কোটি টাকা মুক্তিপণ দাবি। এমন চাঞ্চল্যকর অভিযোগে CID গ্রেফতার করেছে বারাসাতের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে।</p>
<p>শাসক দলের নেতা সিআইডির হাতে গ্রেফতার হতেই মুখ খুলেছেন স্থানীয় বাসিন্দারা। ধৃত মিলন সর্দারের বিরুদ্ধে উঠেছে পুরসভার নানা কাজে কাটমানি নেওয়ার অভিযোগ। শুধু এখন অভিযোগ ওঠাই নয়, ২০১৯ সালে কাটমানি নেওয়ার অভিযোগে, মিলন সর্দারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। কাটমানি নেওয়ার অভিযোগে বছর দুই আগে, কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টারও পড়ে তৃণমূল কাউন্সিলরের নামে। </p>
<p>নিবেদিতাপল্লি সহ বিভিন্ন এলাকায় পোস্টারে অভিযোগ করা হয়, বাংলাদেশি নাগরিককেও সরকারি বাড়ি পাইয়ে দিয়েছেন মিলন। এই আবহে, ব্যবসায়ী অপহরণ-কাণ্ডে ধৃত তৃণমূল নেতা মিলন সর্দারের কাউন্সিলর পদ খারিজের দাবিতে এদিন পথে নামে বামেরা। পরে পুরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বামেদের প্রতিনিধিদল।</p>
<p>বারাসাত পুরসভা চেয়ারম্যানের অশনি মুখোপাধ্যায় বলেন, এভাবে কোনও কাউন্সিলর পদ খারিজ করা যায়না। পৌর আইনে নির্দিষ্টভাবে তা বলা রয়েছে। তারপরও ওনাদের দাবি নিয়ে আলোচনা করা হবে কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে। এদিন বারাসাত পুরসভার সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বামেরা।</p>
<p>আরও পড়ুন, <a title="নিম্নচাপের আশঙ্কা, ছাড় পাবে কি বাংলার প্লাবিত এলাকা ? সতর্কতার আওতায় কোন কোন জেলা ?" href="https://bengali.abplive.com/photo-gallery/district/west-bengal-weather-update-deep-depression-in-bay-of-bengal-lightning-heavy-rain-forecast-in-flooded-districts-of-south-bengal-tomorrow-on-22-september-1096671" target="_self">নিম্নচাপের আশঙ্কা, ছাড় পাবে কি বাংলার প্লাবিত এলাকা ? সতর্কতার আওতায় কোন কোন জেলা ?</a></p>
<p> বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। সেপ্টেম্বরের একদম শুরুতে ত্রিপুরার এক ব্যবসায়ীকে খড়দার একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণের ঘটনা শোরগোল ফেলেছিল। এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই ব্যবসায়ী । সেই সময়ই আবাসনের নিচে পার্কিং লট থেকে তাঁকে অপহরণ করা হয় । তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ও পরে সিআইডি । আগেই গ্রেফতার করা হয়েছিল ৭ জনকে। আর এবার তাদের জেরা করে উপযুক্ত যোগসূত্র পেয়ে গ্রেফতার করা হয় বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকেও।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1727001999553000&usg=AOvVaw2Zxk84hPWshdcBrrt6Cl7x">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link