বারাসাত: আরজি কর-কাণ্ডে বিচার থেকে ছাত্র ভোটের দাবিতে বাম অভিযানে রণক্ষেত্র বারাসাত। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পুলিশকর্মী-সহ কয়েকজন আহত হয়েছেন। কলেজের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে SFI সমর্থকরা। গেট আটকে, স্লোগান দিয়ে বাধা দেয় TMCP। ধুন্ধুমার পরিস্থিতি হয় বারাসাত গভর্নমেন্ট কলেজ। পরিস্থিতি সামাল দিতে নামল RAF।
৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি CBI। ফলে, তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেছেন আর জি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও
টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এতেই নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। নতুন করে শুরু হয়েছে প্রতিবাদের বিক্ষোভ… মিছিল… জমায়েত। আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচারের দাবিতে, সোদপুর থেকে বারাসাত, SFI-এর ডাকে প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিনে কার্যত ধুন্ধুমার বাঁধল।
মঙ্গলবার SFI-TMCP সংঘর্ষে ঝরল রক্ত। আক্রান্ত হলেন পুলিশ অফিসার। সোমবার সোদপুর থেকে মধ্য়মগ্রাম পর্যন্ত হয়েছিল SFI-এর পথযাত্রা। মঙ্গলবার, মধ্য়মগ্রাম থেকে বারাসাতের উদ্দেশে রওনা হয় জাস্টিস মার্চ। ন্য়ায়-বিচারের পাশাপাশি, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন কলেজে ডেপুটেশন কর্মসূচীও ছিল SFI-এর। মিছিল বারাসাত কলেজের সামনে পৌঁছতেই, তুলকালাম বাঁধে। যখন ৩৪ নম্বর জাতীয় সড়কে ১১ নম্বর রেলগেটের কাছে পৌঁছয় SFI-এর মিছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের থেকে স্লোগান দেওয়া হয়। অভিযোগ, SFI-এর পতাকা ছিঁড়ে দেওয়া হয়। জেলা SFI-এর সভাপতি আকাশ কর বলেন, “এখানে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এসেছি। কলেজের ভিতরের ইউনিয়ন রুমগুলো দখল করে বসে আছে, মিছিল এসেছে ভিতর থেকে আক্রমণ করেছে। আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। আমরা ছাত্ররা ভোট দিই। বাকিটা ছাত্ররা বুঝে নেবে। SFI-এর পতাকা ছিঁড়ে, SFI-কে আটকাতে পারেনি।”
বারাসাত গর্ভনমেন্ট কলেজের সামনে মিছিল পৌঁছতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। SFI-TMCP দুপক্ষের মধ্য়ে সংঘর্ষ শুরু হয়। পতাকার বাঁট দিয়ে শুরু হয় মার। আক্রান্ত হন SFI-এর একাধিক সদস্য়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্তাক্ত হন ২ পুলিশ আধিকারিক। এক TMCP নেতা বলেন, ” বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উশৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনওদিনই দেখা যায় না। এটা ২০১১ সালের আগে দেখা যেত। আমরা জানি তারা শূন্য়। কিন্তু তারা যদি কখনও কোনও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায়, আমরা অবশ্য়ই তাদের সাধুবাদ জানাব। কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা, ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখানো, এটা একদম ঠিক হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Swasthasathi Scheme:দুর্নীতি ও অনিয়ম রুখতে নির্দেশিকা, স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও কড়া রাজ্য সরকার
আরও দেখুন