SSKM হাসপাতালে বিতর্কিত স্যালাইনের পাহাড় !
কলকাতা: SSKM-এ এখনও পড়ে আছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল কোম্পানির তৈরি পেটি পেটি স্যালাইন। এর মধ্যেই নতুন কোম্পানির স্যালাইন এসে পৌঁছেছে হাসপাতালে। হাসপাতালের কর্মীরা বলছেন, এতদিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাকটেটই ব্যবহার করা হত নিষিদ্ধ স্যালাইন কীভাবে ব্যবহার হচ্ছিল শহরের নামজাদা সুপার স্পেশালিটি হাসপাতালে ? SSKM কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
গত ৭ তারিখ স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি বলছে, এই RL-কে এক্ষুনি বন্ধ করতে হবে এবং লোকাল পারচেজ করে RL সরবরাহ করতে হবে। কিন্তু, তা সত্ত্বেও এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই যে হাসপাতাল, স্বাস্থ্য দফতরের যে ঘুম ভাঙেনি প্রমাণ সেটা আজকেও রোগীদের, প্রসূতি মা যাদের সিজার হচ্ছে সেই মায়েদের সেই RL ব্য়ানড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের RL ব্যবহার হচ্ছে।
একই ছবি কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। অভিযোগ শনিবারও এভাবেই রোগীদের দেওয়া হয়েছে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল্সের ‘রিঙ্গার ল্যাকটেট স্যালাইন’। ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ MSVP তন্ময় পাঁজা বলেন, স্বাস্থ্যভবন থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালের সব ফ্লুইড বন্ধ রাখার নির্দেশ এসেছে সপ্তাহখানেক আগে। আজও নির্দেশ এসেছে। হাসপাতালের সব ওয়ার্ডে নির্দেশ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে গত শনিবার স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে এবং ল্যাব টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ ব্যবহার করা যাবে না ওই সংস্থার ওষুধ। OSD ও স্পেশাল সেক্রেটারি অনিরুদ্ধ নিয়োগী বলেন, নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরবর্তী নির্দেশ না পর্যন্ত এই ওষুধ ব্য়বহার না করা হয়। স্টক যাতে ব্য়বহৃত না হয়।
কর্ণাটক সরকার যাকে প্রায় দেড় মাস আগে কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল। ১০ ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ৭ জানুয়ারি নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দফতর। তারপরও সেই স্য়ালাইন ব্যবহার হল কী করে? তবে কি ‘বিষাক্ত’ স্যালাইনের ‘স্টক ক্লিয়ারেন্স’ চলছিল? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।
আরও পড়ুন, স্যালাইনকাণ্ডে কড়া বার্তা মুখ্যসচিবের, ‘প্রসূতির মৃত্যুতে কাউকে ছাড় নয়, মুচলেকা লিখিয়ে নিলে…’
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন