সেলিম রেজা. ঢাকা: গণহত্যা দায়ের নিষিদ্ধ। কিন্তু তাতে কি! ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্য়েই মিছিল করছে ছাত্রলীগ। শুধু তাই নয়, নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ বন্ধে কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কেন? প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: Kashmir Terror Attack: ‘পহেলগাঁও হামলার নিন্দা করছি তবে এর পেছনে কারা! জানা প্রয়োজন’, বিতর্ক উস্কে দিলেন বাংলাদেশের উপদেষ্টা
বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছে, বিগত দিনে স্রেফ সরকার বিরোধী হওয়ার কারণে বৈধ ছাত্র সংগঠনের বিরুদ্ধে যে কঠোরতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তার সিকিভাগ কঠোরতা দেখানো হচ্ছে না ও একটি নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, বাংলাদেশের নিষিদ্ধ ছাত্রলীগের অনেক প্রাক্তন নেতাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁদের সহযোগিতা নিচ্ছে সংগঠনটি।
এদিকে সাধারণ মানুষের মতে, প্রশাসনিক ব্য়র্থতা তো বটেই, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলির অনৈক্যের সুযোগ নিচ্ছে ছাত্রলীগ। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক পুলিসকর্তা বলেন, ‘ঢাকায় যে মিছিলটি হয়েছে সেটি আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ নয়। আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়’। কিন্তু মিছিল যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা সকলেই ছাত্রলীগের নেতা। ওই পুলিসকর্তার দাবি, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এই সরকার। আগে তো নিষিদ্ধ ছিল না। তাই এখন কেউ ছাত্রলীগের ব্যানারে কোনও অপরাধ সংঘটিত করলে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
আরও পড়ুন: Bangladesh: সীমান্তে ৫ বছরে বিএসএফের গুলিতে নিহত ১৫১ বাংলাদেশি! দাবি ইউনূস সরকারের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)