বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, কী জানা গেল পোস্টমর্টেম রিপোর্টে ?

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে CID। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠেছে। গতকাল মুখ্যসচিব বলেছেন, ‘প্রসূতির মৃত্যুতে যাদের গাফিলতি, তাদের কাউকে ছাড়া হবে না।’ ঠিক এমনই একমুহূর্তে এসে পৌঁছেছে পোস্টমর্টেম রিপোর্ট। এদিন ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে এসে, এবিপি আনন্দ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর কাছে, এনিয়ে মুখ খুললেন আরজি কর কাণ্ডের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। 

এবিপি আনন্দ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে : এই মুহূর্তে পোস্টমর্টেম রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছল। অনিকেত, পোস্টমর্টেম রিপোর্টে লেখা হয়েছে, Death Due to multi organ failure, due to Septic Shock, এর মানে কী ? ইনফেকশনে মৃত্যু ? সেপ্টিসেমিয়া ? কী থেকে হতে পারে ? 

  জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো : তাহলে যেকথা পরিষ্কার, এই রিপোর্টটা আরও ডিটেলস দেখলে আরও বোঝা যাবে। Septic Shock যদি বলতে হয়, তাহলে কোনও একটা উৎসস্থল আছে এর। সেটা ফুসফুস হতে পারে, কিডনি হতে পারে। কোনও না কোনও উৎস আছে। কোনও একটা উৎসের থেকে সংক্রমণ হয়েছে। তাহলে যে রোগী একজন Stable Patient এবং অল্প বয়স্কা, তাঁর ক্ষেত্রে শুধুমাত্র একটি Oparative Procedure হয়েছে। এইটুকু সময়ের মধ্যে কী এমন, Infection ঢুকল তাঁর শরীরে, যার জন্য Multi Organ, কিডনি-লিভার-ফুসফুসের ক্রিয়া diteriorate করে গেল ? আমি শুরুতে, যে কথা বলছিলাম, এই ধরণের সমস্যা, এই ধরণের রোগের Consecuence, আমার চিকিৎসক হিসেবে জীবনে যেটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে পেয়েছি। নতুন কিছু নয়। ..

এবিপি আনন্দ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে : যদি লেখা থাকে, Death Due to multi organ failure, due to Septic Shock, সেক্ষেত্রে দুটো সম্ভাবনা। এক, যদি নির্দিষ্ট গুণমানের নয়, এইরকম স্যালাইন হবু মায়ের শরীরে প্রবেশ করে, সেক্ষেত্রে এটা হতে পারে কিনা ? দুই হচ্ছে, অক্সিটোসিন যে মাত্রা বৃদ্ধির কথা বলা হচ্ছিল, সেটা বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে কিনা ?

আরও পড়ুন, কাঁথি সমবায় ভোটে ২ TMC বিধায়কের লড়াই, হুমকি অখিলের, ‘বম্ব চার্জ করে দেব..’ !

  জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো : তাহলে খুব নির্দিষ্ট করে বলি, অক্সিটোসিন যদি ওভারডোজ হয়, সেক্ষেত্রে Sudden Cardiac Arrest হবে। সেই Sudden Cardiac Arrest হয়ে রোগীর মৃত্যু হতে পারে। অস্ত্রোপচারের টেবিলেই তাঁর মারা যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে তাতো হয়নি। অক্সিটোসিন (Oxytocin) একটা এমনই ওষুধ, এবং তার সেফটি লিমিট এতটাই থাকে, সেই জায়গা থেকে যদি হয়, তাহলে Sudden Cardiac Arrest হবে। হতে পারে Oxytocin ড্রাগের মধ্যে কোনও Impurity ছিল। যে Impurity-র কোনও Infected Material ছিল। যে জায়গা থেকে হতে পারে । আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন, যে আর Source কী ? এই Source টাকেই চিহ্নিত করতে হবে।

 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours