<p>ABP Ananda Live: বীরভূমের পর বাঁকুড়া, ক্যাম্পে ঢুকে পুলিশকে মার! সোনামুখীর উত্তরবেশিয়া ক্যাম্পে আক্রান্ত পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল পুলিশ ব্যবস্থাও নেয়। এর জেরেই রাতে পুলিশ ক্যাম্পে ঢুকে ৫০-৬০ জন হামলা চালায় বলে অভিযোগ। মারধরে আহত হয়েছেন একজন NVF ও ২ জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ।</p>
<p> </p>
<p><strong>মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দিলেও সকালে অবস্থান বদল</strong></p>
<p> </p>
<p> </p>
<div id="67d246864d42cb20b35ba162" class="sub-blogs-wrap iskey-events">
<div class="sub-blog-detail">
<p>এখনই ইস্তফা নয়, চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতে পুরমন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দিলেও সকালে অবস্থান বদল! এখনও পদে থাকতে অনড় পুরপ্রধান। যত বড় প্লেয়ারই আসুক, সেখানে আমি খেলব- পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, মলয় রায়।</p>
</div>
</div>
<div id="67d23ccb88a9fe70702af124" class="sub-blogs-wrap iskey-events">
<div class="time-wrap">
<div class="blink_wrap"> </div>
</div>
</div>
Source link
বীরভূমের পর বাঁকুড়া, সোনামুখীতে ক্যাম্পে ঢুকে পুলিশকে মার

+ There are no comments
Add yours