পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়। বোলারো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে, উল্টে গেল পর্যটকবাহি বাস। আহত অন্তত ১৫ জন পর্যটক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ইন্দপুরের বাগডিহা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন কলকাতা থেকে ৬৫ জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিল ওই পর্যটকবাহী বাস। বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে যায় বাসটি। এই ঘটনায় কমবেশি আহত হন অন্তত ১৫ জন পর্যটক। প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সা চালক ইউনিয়নের সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন, বাংলা থেকে মাত্র ৫১ কিমি দূরে আনসারুল্লা বাংলা টিমের ঘাঁটি ! নদীর চরকে কাজে লাগিয়ে তৈরি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র
বিস্তারিত আসছে..
আরও দেখুন