# Tags
#Blog

‘গাড়ি থেকে নামিয়ে মারব, কড়ায় গণ্ডায় হিসাব বুঝিয়ে দেব’, BJP বিধায়ককে হুঁশিয়ারি TMC নেতার !

‘গাড়ি থেকে নামিয়ে মারব, কড়ায় গণ্ডায় হিসাব বুঝিয়ে দেব’, BJP বিধায়ককে হুঁশিয়ারি TMC নেতার !
Listen to this article


তুহিন অধিকারী, বাঁকুড়া : ‘আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন।’ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখতে বলেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বিজেপি বিধায়ককে মারার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। প্রকাশ্য সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সভাপতি তরুণ নন্দিগ্রামী।

আরজি কর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে গতকাল বাঁকুড়ার কোতুলপুর ট্যাক্সি স্ট্যান্ডে ধর্না মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামী ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্যেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। অমরনাথ শাখার পুরানো একটি বিতর্কিত বক্তব্যের রেশ টেনে তরুণ নন্দিগ্রামী বলেন, “কয়েকদিন আগে দেখেছি, ওন্দার বিধায়ক অমর শাখা…আমাদের রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথা-কূকথা বলেছেন। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের মায়ের অসম্মান মানছি না, মানব না। তাই, আমি কোতুলপুর ব্লকের সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি, যেখানে অমর শাখা যাবেন আপনারা আপনার এলাকায় তাঁকে ব্যারিকেড করে রাখবেন। আমি ব্লক সভাপতি হিসাবে বলছি, যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারব মারব মারব। হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেব আমরা।”

পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, “কয়েকটা বাঁশ বিভিন্ন সময়ে তোলপাড় করে বড় বড় কথা বলে, কারো বিরুদ্ধে কথা বললে ওঁরা মাইলেজ পান। সামনে তৃণমূলের নির্বাচন। উনি তো ব্লক সভাপতি, তাই ব্লক সভাপতির স্টাইলে কথাটা না বলে উনি অমর শাখাকে হুমকি দিচ্ছেন। অমর শাখা এমন একটা লোক, ব্লক সভাপতির ঘরেই পৌঁছে যাবে। গিয়ে বলবে, পা গুলো ভাঙার ইচ্ছা আছে, ভেঙে নে। উনি পা ভাঙবেন কোথায় ? কোতুলপুরের দিকে পেরিয়ে যাব। সময়ই বলবে, উনি কী করতে পারবেন আর কী করেন। আমার রাজনৈতিক জীবনে সিপিএম থেকে তৃণমূল…প্রতিদিনই কিছু না কিছু করছে। আগে কিছু করে দেখাবেন, তারপরে বলবেন।”  

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর বলেছিলেন ‘বদলা নয় বদল চাই’। আর দিনকয়েক আগে ক্ষমতায় আসার প্রায় দেড় দশক পরে নিজের সেই অবস্থানেই বদল আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বলেন, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন। মমতা বলেছিলেন, “আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপ্রচার, চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরো সাপ তাঁর কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে নিষেধ করেছ, আমি কাউকে কামড়াই না। কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়, ঠাকুর বললেন শোন তোমাকে আমি কামড়াতে নিষেধ করেছি, তোমাকে আমি ফোঁস করতে নিষেধ করিনি, আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।”

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal