<p><strong>তালডাংরা (বাঁকুড়া) : </strong>’পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করলে, পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন।’ বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে পুলিশকে তীব্র ভাষায় বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।</p>
<p><strong>কী বললেন সুকান্ত ?</strong></p>
<p>সুকান্ত বলেন, "ভোটে তো আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই নয়, পুলিশের সঙ্গে লড়াই। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনো দল থাকবে না। কোনো রাজনৈতিক দল থাকবে না। পুলিশ বলতে চাই পরিষ্কার করে শুনে রাখুন, সময় আসছে। মনে রাখবেন, চিরকাল কারো সমান যায় না। কখনো নৌকার ওপরে গাড়ি ওঠে, কখনো গাড়ির ওপরে নৌকা ওঠে। তাই পরিষ্কার বলে দিচ্ছি, যদি দালালি করতে হয়…খাকি ছাড়ুন, তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নেমে রাজনীতি করুন। কত দম আছে আমরা দেখে নেব। কিন্তু, পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করলে, পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন। জনগণ ভাল সম্মান করবে। কম সে কম বলবে, যে তৃণমূল করছে। বুক ফাটিয়ে তৃণমূল করছে। বুক ফুলিয়ে তৃণমূল করছে। চুপ করে চুরি করে তৃণমূল কংগ্রেস করছে না। এই তৃণমূল কংগ্রেস পুলিশের জন্য টিকে আছে।" </p>
Source link
‘পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল বলে কোনো দল থাকবে না’, প্রচারে গিয়ে আক্রমণাত্মক সুকান্ত

+ There are no comments
Add yours