শেষ লুকোচুরি খেলা, জালে ধরা পড়ল জিনাত
![শেষ লুকোচুরি খেলা, জালে ধরা পড়ল জিনাত শেষ লুকোচুরি খেলা, জালে ধরা পড়ল জিনাত](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/2d1d7733e8bd9958413a70243c3f534a1735553610807967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
Tiger Fear: লুকোচুরি শেষ। অবশেষে বন্দি বাঘিনী। বাঁকুড়ার গোসাই ডিঁহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনত। রাতেই আনা হল আলিপুর জু হাসপাতালে। গত কয়েকদিনে ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া হয়ে বাঁকুড়ার জঙ্গলে প্রবেশ করেছিল বাঘিনী। আরও খবর, আরও এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। যাত্রী সমেত বিমানবন্দরেই ভেঙে পড়ল।
দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ! অনুপ্রবেশকারীদের আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা। ফেরত পাঠানো হল ওপারে। চিহ্নিত ৪০০ বাংলাদেশি পরিবার। জালে পাসপোর্ট জালিয়াতির আরেক ধুরন্ধর। গাইঘাটায় গ্রেফতার বেহালার ট্রাভেল সংস্থার কর্ণধার। জাল নথিতে বানানো পাসপোর্ট দেখিয়ে ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ, আদালতে দাবি পুলিশের। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই। একের পর এক জালিয়াতি প্রকাশ্যে আসতেই দাবি ডিজির। এবার থেকে নজর রাখবেন এসপি, ডিসি-রা, জানালেন রাজীব কুমার।