<p>ABP Ananda Live: বীরভূমের পর বাঁকুড়া, ক্যাম্পে ঢুকে পুলিশকে মার! সোনামুখীর উত্তরবেশিয়া ক্যাম্পে আক্রান্ত পুলিশ কর্মীরা। দীর্ঘদিন ধরেই দামোদর থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল পুলিশ ব্যবস্থাও নেয়। এর জেরেই রাতে পুলিশ ক্যাম্পে ঢুকে ৫০-৬০ জন হামলা চালায় বলে অভিযোগ। মারধরে আহত হয়েছেন একজন NVF ও ২ জন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে সোনামুখী থানার পুলিশ।</p>
<p> </p>
<p><strong>হাজরায় যতীন দাস মেট্রো স্টেশন লাগোয়া পরিত্যক্ত বাড়িতে আগুন</strong></p>
<p>হাজরায় যতীন দাস মেট্রো স্টেশন লাগোয়া পরিত্যক্ত বাড়িতে আগুন। সকাল সাড়ে ৬টা নাগাদ হাজরা রোডে দোতলা বাড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দরজা বন্ধ থাকায়, জানলা ভেঙে জল দিতে শুরু করেন দমকল কর্মীরা। তালাবন্ধ বাড়িতে কীভাবে আগুন লাগল, তা নিয়ে রহস্য। ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ</p>
<p> </p>
<p> </p>
Source link
বীরভূমের পর বাঁকুড়া, ক্যাম্পে ঢুকে পুলিশকে মার! আহত ৩
