এবার বাঁকুড়ায় ডায়রিয়ার প্রকোপ, দুদিনে আক্রান্ত ৫০
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ওন্দায় বাড়ছে ডায়রিয়ার (Diarrhea) প্রকোপ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৫০ জন। যার মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। গ্রাম জুড়ে আতঙ্ক।
এবার ডায়রিয়া নিয়ে আতঙ্ক: ওন্দায় ডায়রিয়ার প্রকোপে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের রাজার পুকুর বাউরিপাড়ার ঘটনা। বমি, পেটখারাপ উপসর্গ নিয়ে প্রায় ৫০ জন আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। জল থেকেই এই সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বাড়ি বাড়ি ওষুধ সরবরাহ করা হচ্ছে। এলাকায় ব্লিচিং ছড়ানোর পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য দফতর ও স্থানীয় পঞ্চায়েত।
মঙ্গলবার থেকে বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের রাজারপুকুর বাউরিপাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। মঙ্গলবার সন্ধে থেকেই একের পর এক আক্রান্তদের নিয়ে যাওয়া হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েকজনকে আবার সেখান থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে। বুধবার সকাল থেকেই একই ছবি ওই পাড়ায়। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। জানা গেছে গত দুদিনে প্রায় ৫০ জন আক্রান্ত হয়েছেন। ওন্দা সুপার স্পেশালিটিতে ভর্তি আছেন প্রায় ২০ জন। মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৪ থেকে ৫ জনকে। হঠাৎ করে পুরো বাউরিপাড়াজুড়ে ডায়রিয়ার প্রকোপে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে শিশুদের আক্রান্তের সংখ্য়া তুলনায় বেশি হওয়ায়। গ্রামের মানুষের মধ্যে ভয় ধরেছে। জলের থেকেই এই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ডায়রিয়ার প্রকোপের খবর পেতেই এলাকায় পৌঁছায় স্বাস্থ্য দফতর এবং স্থানীয় পঞ্চায়েত। পুকুর ও পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে এলাকাজুড়ে। ছড়ানো হচ্ছে ব্লিচিং এবং চুন।
বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। একমাসে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৮৩৩ জন। ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৬১ জন। সবথেকে বেশি আক্রান্ত মালদায়, ৩১৩ জন। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০৫ জন। মুর্শিদাবাদে মোট আক্রান্ত ২৫৭ জন, হুগলিতে ১৯৯ জন। পঞ্চম স্থানে কলকাতা, ডেঙ্গিতে আক্রান্ত ১৯২ জন।
গতবছর রাজ্যে ১২ বছরের রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার। এই বছরও কি পরিস্থিতি সেই দিকেই যাবে? চিন্তায় স্বাস্থ্য দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyber Fraud:মোবাইল আপডেট করার নামে ফোন, লিঙ্ক ক্লিক করতেই গায়েব লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন