NOW READING:
পিঠ ফুঁড়ে দড়ি বেঁধে হচ্ছিল ঘোরানো, আচমকাই চড়ক ভেঙে ছিটকে পড়ল ২ ! ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়
April 15, 2025

পিঠ ফুঁড়ে দড়ি বেঁধে হচ্ছিল ঘোরানো, আচমকাই চড়ক ভেঙে ছিটকে পড়ল ২ ! ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়

পিঠ ফুঁড়ে দড়ি বেঁধে হচ্ছিল ঘোরানো, আচমকাই চড়ক ভেঙে ছিটকে পড়ল ২ ! ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়
Listen to this article


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার গাজনে ভয়াবহ দুর্ঘটনা। ওন্দায় গাজনে চড়ক ভেঙে বিপত্তি, আহত ২। চড়কের দুর্ঘটনার ছবি ভাইরাল। জানা গিয়েছে, বাঁকুড়া মেডিক্যালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন,পয়লাবৈশাখে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, ‘আমি বাংলায় গান গাই..’

গাজন মেলায় চড়ক ভেঙ্গে পড়ে বিপত্তি। আহত হলেন দুই ভক্ত। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামের। শিবের গাজনে চড়ক সংক্রান্তিতে চড়ক পুজার পর সেই চড়কে পিঠ ফুঁড়ে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয়৷ এই প্রথা বহু প্রাচীন। প্রতিবছরের মতো এবারও বাঁকুড়ার ওন্দার খামারবেড়িয়া গ্রামে শিবের গাজনে চড়কে ঘোরার পর্ব চলছিল৷ ভক্তদের ঘোরানোর মুহুর্তে  আচমকায় চড়কের উপরের থাকা লিগা চরকি তার সাথে বাঁধা বাঁশ-সহ ভক্তরা উপর থেকে নিচে পড়ে যায়। এই ঘটনায় দুই ভক্ত আহত হয়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ওন্দার সুপার স্পেশালিটি পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া হয়। শেষ অবধি পাওয়া খবরে, সেখান থেকে চিকিৎসা করার পর রাতেই ছেড়ে দেওয়া হয়।   

 

 

আরও দেখুন



Source link