NOW READING:
শ্রী শ্রী মাতৃ মন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস, সেজে উঠেছে জয়রামবাটি
April 30, 2025

শ্রী শ্রী মাতৃ মন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস, সেজে উঠেছে জয়রামবাটি

শ্রী শ্রী মাতৃ মন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস, সেজে উঠেছে জয়রামবাটি
Listen to this article


তুহিন অধিকারী, বাঁকুড়া: আজ শ্রী শ্রী মাতৃ মন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। বাঁকুড়ার জয়রামবাটিতে (Bankura Jairambati ) মা সারদার জন্মভিটেতে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা দিবস।

জগজ্জননী মা সারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটিতে। এদিন সকাল থেকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে মাতৃমন্দিরের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। ১৯২৩ সালে মা সারদার পবিত্র জন্মস্থানকে ঘিরে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গড়ে ওঠে মাতৃমন্দির। তারপর দীর্ঘ ১০৩ বছর ধরে এই মাতৃমন্দির দেশ বিদেশের পূন্যার্থী ও ভক্তদের কাছে পরিচিত হয়ে আসছে পবিত্র তীর্থস্থান হিসাবে। 

১৮৫৩ সালে মা সারদা বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে দেবী শ্যামাসুন্দরীর গর্ভে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তাঁর বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণদেবের সঙ্গে। তারপরও মা সারদা নিজের জীবনের দীর্ঘসময় কাটিয়েছেন জয়রামবাটির বাড়িতেই। সেখানে থেকেই তিনি ভক্ত ও  সন্ন্যাসীদের মধ্যে নিজের বাণী প্রচার করতেন। ১৯২০ সালে মা সারদার মৃত্যুর পর তাঁর জয়রামবাটির বাড়ি অক্ষত রেখে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মাতৃমন্দির স্থাপিত হয়। ১৯২৩ সালে অক্ষয় তৃতীয়ার দিন ভক্ত ও পূন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মাতৃ মন্দির। মন্দির প্রতিষ্ঠার দিনটিকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে আসছে মাতৃ মন্দির কর্তৃপক্ষ। মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকাল থেকে জয়রামবাটির মাতৃমন্দিরে ঢল নেমেছে পূন্যার্থী ও ভক্তদের। এদিন ভোর ৪ টায় মাতৃমন্দিরে মঙ্গলারতি শুরু হয়। ৪ টা ৫ মিনিটে বেদপাঠ ও স্তব গানের আয়োজন করেন মাতৃমন্দির কর্তৃপক্ষ। এরপর ৬:৪৫ এ বিশেষ পুজা পাঠ, চন্ডীপাঠ ও দিনভর বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান রয়েছে মাতৃমন্দিরে। সন্ধ্যায় ৬:২৫শে রয়েছে সন্ধ্যারতি তারপর রয়েছে যাত্রাপালার অনুষ্ঠান। বিশেষ এই পবিত্র দিনে মাতৃমন্দিরের অনুষ্ঠানের সামিল হতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের ভক্ত ও পূণ্যার্থীরাও এদিন ভিড় জমিয়েছেন মাতৃমন্দির প্রাঙ্গনে।

এদিকে দিঘায় মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। আজ, অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। দুপুর ৩টেয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। তারপর দ্বারোদ্ঘাটন। আজ থেকেই সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা। দিঘা রেল স্টেশনের কাছে ২০ একর জায়গার ওপর জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। মন্দির নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। 

আরও দেখুন



Source link