<p><strong>তুহিন অধিকারী, বাঁকুড়া:</strong> কোতুলপুরে বালি বোঝায় ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। </p>
<p><strong> চাকায় পিষে মৃত্যু হল সাইকেল আরোহীর:</strong> বাঁকুড়া জেলার কোতুলপুর থানার কোতুলপুর মা গৌরী লজ সংলগ্ন এলাকায় দু’নম্বর রাজ্য সড়কে বালি বোঝাই ডাম্পারের চাকায় পিযে হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম লালমোহন সাঁতরা। বাড়ি কোতুলপুর থানার গাথি এলাকায়। এদিন নিজের কাজে কোতুলপুর এসেছিলেন সাইকেল নিয়ে। কোতুলপুর থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা একটি বালি বোঝাই বোঝায় ডাম্পারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভি ইতিমধ্যেই সামনে এসেছে। সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে ওই ব্যক্তি হঠাৎ করেই তার সাইকেল নিয়ে ডাম্পারের সামনে চলে আসে। সঙ্গে সঙ্গেই ডাম্পারের ধাক্কায় রাস্তার মধ্যেই ছিটকে পড়েন ওই ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। দেহ নিজেদের হেফাজতে নিয়েছে কোতুলপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। কী কারণে এই দুর্ঘটনা পূর্ণাঙ্গ ঘটনা তদন্ত করে দেখছে কোতুলপুর থানার পুলিশ।</p>
<p>এর আগে বাঁকুড়ার ইন্দাস নন্দীপাড়ায় বাড়ি ধসে মৃত্যু হয় দুজনের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম উজ্জ্বলা হাজরা (৬০) ও দেব কেওড়া (১২)। স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস নন্দীপাড়া এলাকায় নিজেদের মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন উজ্জ্বলা হাজরা। সম্প্রতি আবাস প্রকল্পে বাড়ির বরাদ্দ টাকা পাওয়ায় তিনি নিজের ঘর ভেঙে পাকা ঘর তৈরির প্রক্রিয়া শুরু করেছিলেন। এই অবস্থায় সাময়িকভাবে বাড়ির উঠোনের একপাশে থাকা একটি ঝিটেবেড়ার ঘরে আশ্রয় নিয়েছিলেন পরিবারের লোকজন। বুধবার রাতে ওই ঝিটেবেড়ার ঘরে উজ্জ্বলা হাজরা নাতি দেব কেওড়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকাই ঝিটে বেড়ার ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তাতেই চাপা গিয়ে দুজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবী স্থানীয় একটি পুকুরের জল তুলে ফেলার কাজ করছিলেন পুকুরের মালিক। পুকুরের সেচ করা জল নিয়ে যাওয়া হচ্ছিল উজ্জ্বলা হাজরার ঝিটেবেড়ার ঘরের পাশ দিয়ে। তাতেই ঘরের দেওয়াল ভিজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় ছুটে যান বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারীরা। সবরকমভাবে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="Deganga Fire: নার্সের বাড়িতে রাতের অন্ধকারে আগুন; পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য দেগঙ্গায়" href="https://bengali.abplive.com/district/north-24-parganas-deganga-fire-breaks-out-at-nurse-s-house-1115897" target="_self">Deganga Fire: নার্সের বাড়িতে রাতের অন্ধকারে আগুন; পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য দেগঙ্গায়</a></strong></p>
Source link
ডাম্পারের ধাক্কায় ছিটকে রাস্তার এক প্রান্তে, মৃত্যু সাইকেল আরোহীর

+ There are no comments
Add yours