ব্যাঙ্ক ঝাঁপ বন্ধ করলে কীভাবে রিটার্ন পাবেন টাকা, এখানে রইল পদ্ধতি
Bank Rules: DICGC-র নিয়ম বলছে, কোনও কারণে ব্যাঙ্ক ঝাঁপ বন্ধ করলে আপনার টাকা ফেরত পাবেন। সেই ক্ষেত্রে নিয়ম মেনে আবেদন করতে হবে আপনাকে। তবেই পাবেন আপনার জমানো অর্থ। জেনে নিন, কোন কোন ধাপ পেরোলে এই টাকা আপনার কাছে আসবে।
মূলত, জমানো টাকার সুরক্ষা ও সুদের কারণেই ব্যাঙ্কে টাকা জমা রাখেন বিনিয়োগকারীরা। তবে কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে কিছু ব্যাঙ্ক ঝাঁপ গুটিয়ে ফেলতে বাধ্য় হয়। সেই ক্ষেত্রে আপনার জমানো টাকা আটকে পড়ে। যা খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় গ্রাহকের কাছে।
মনে রাখবেন, কোনও কারণে ব্যাঙ্কের কর্মকাণ্ডের জন্য রিজার্ভ ব্যাঙ্ক বন্ধ করার সিদ্ধান্ত নিলে কিছু ব্যবস্থা করে। সেই ক্ষেত্রে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করে কর্তৃপক্ষ। ওই অ্য়াকাউন্টের মাধ্য়মেই টাকা ফেরত পাবেন গ্রাহক।
DICGC Act অনুসারে, এই টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয়। এটি আসলে Deposit Insurance and Credit Guarantee Corporation Act. যার মাধ্যমে আপনি ব্যাঙ্কে টাকা রাখলে বিমার দরুণ এই টাকা আপনাকে ফের দেওয়া হয়। তবে আমানতকারী যতই টাকা রাখুন না কেন, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পাবেন তিনি।
ডিপোজিট ইনস্যুওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অ্য়াক্ট অনুসারে আপনাকে সর্বোচ্চ ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে এর বেশি টাকা রাখলে সেই অতিরিক্তি টাকা নাও ফের পেতে পারেন। এটাই রয়েছে ব্যাঙ্কের নিয়মে।
DICGC Act 1961 -এর 16 (1) অনুসারে, কোনও কারণে ব্যাঙ্ক ঝাঁপ গোটালে আপনার জমা টাকা ফেরত দিতে বাধ্য। যেহেতু এখানে আমানতকারীর ৫ লক্ষ টাকার বিমা থাকে , তাই এর থেকে বেশি টাকা পাবেন না গ্রাহক। সব গ্রাহকের টাকা মেটাতে বাধ্য ব্য়াঙ্ক কর্তৃপক্ষ।
একবার ব্যাঙ্কের কাজ বন্ধ হওয়ার খবর সামনে আসতেই দ্রুত শাখায় যাওয়া উচিত আপনার। ওখানে গেলেই বকেয়া টাকা পাওয়ার বিষয়ে দাবি করতে পারবেন। ব্য়াঙ্ক কর্তৃপক্ষই আপনাকে বলে দেবে এর জন্য আপনাকে কী কী নথি জমা দিতে হবে। যদিও কোনও কারণে আপনার জমার পরিমাণ ৫ লক্ষ টাকার বেসি হয়, তাহলে ‘লিকুইডেশন প্রসেসে’ অংশ নিতে হবে আপনাকে।
Published at : 30 Dec 2024 05:34 PM (IST)
আরও জানুন খুঁটিনাটি
আরও দেখুন