NOW READING:
Bangladesh: ভারত নয়, চিকিত্‍সা করাতে চিনে যাচ্ছেন বাংলাদেশিরা!
March 20, 2025

Bangladesh: ভারত নয়, চিকিত্‍সা করাতে চিনে যাচ্ছেন বাংলাদেশিরা!

Bangladesh: ভারত নয়, চিকিত্‍সা করাতে চিনে যাচ্ছেন বাংলাদেশিরা!
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: হাসিনা জমানা শেষ। বাংলাদেশে এখন মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার। পালাবদলের পর, বাংলাদেশিদের চিকিত্‍সা ছাড়া অন্য় প্রায় সব ধরনে ভিসা দেওয়ার স্থগিত রেখেছে ভারত। কিন্তু সেই চিকিত্‍সা ভিসা আর সেভাবে মিলছে না। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

২০২৩ সালে মোট ২০ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। এই ভিসার একটি বড় অংশই চিকিৎসা ভিসা। সরকারি তথ্য বলছে, ২০২৩ সালে প্রতি কর্মদিবসে ৫ থেকে ৭ হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতেও ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রত্যেক কর্মদিবসে ভিসা দিচ্ছে সর্বোচ্চ ১ হাজার বাংলাদেশি নাগরিককে। অর্থাৎ চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদান এক পঞ্চমাংশেরও বেশি হ্রাস করেছে ভারত।

এই যখন পরিস্থিতি, তখন চিকিত্‍সার জন্য চিন কিংবা থাইল্যান্ডে যাচ্ছেন অনেকেই। বস্তুত, চিকিত্‍সাজনিত কারণে  চীনের ইউনান প্রদেশে চলে গিয়েছেন গিয়েছেন বেশ কিছু বাংলাদেশি। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় বিদেশী গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধিদের মুখোমুখি হলে এ তথ্য জানান।

 একই তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাসও।  চীনা দূতাবাসের একজন মুখপাত্র জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানিয়েছেন, ‘অতি সম্প্রতি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লোকজন যাচ্ছেন এবং চীন এই ব্যাপারটিকে দুই দেশের পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি চিত্র হিসেবে দেখছেন’। তাঁর কথায়,  ‘বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চীন ঘনিষ্ঠভাবে কাজ করছে। সেসবেরই একটি অংশ এই চিকিৎসা। ব্যাপারটি কিন্তু এমন নয় যে আমরা তৃতীয় কোনও দেশকে চাপে রাখতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করছি; এমন কোনও উদ্দেশ্য বা লক্ষ্য আমাদের নেই; বরং এ ব্যাপারটিকে বাংলাদেশি নাগরিকদের পর্যটনের একটি নতুন খাত হিসেবে বিবেচনা করা যেতে পারে’।  

এদিকে মুখ কুলুপ ঢাকায় ভারতীয় দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে নাম প্রকাশ না করার শর্তে ঢাকায় ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দুটি কারণে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা প্রদান কমিয়ে দিয়েছে ভারত। প্রথমটি হলো বাংলাদেশের ভারতীয় দূতাবাসে লোকবলের অভাব।  আর দ্বিতীয় কারণ হল, অনেক বাংলাদেশিই ভারতে প্রবেশের জন্য চিকিৎসা ভিসার অপব্যবহার করছেন। এই অপব্যবহারকারীদের বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনও না কোনওভাবে সংশ্লিষ্ট এবং এদের সবার বিরুদ্ধেই দুর্নীতি ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে’। সঙ্গে আশ্বাস, ‘বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে ভিসা প্রদানের ব্যাপারটি স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি’।

আরও পড়ুন:  Bangladesh: ডলারের খোঁজে ইউনূসের বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প! শুরু করবেন, কাঁকড়ার ব্যবসা…

আরও পড়ুন:  Lord Ganesh in Space: আশ্চর্য! মহাশূন্যে সিদ্ধিদাতা গণেশ! গীতা ছাড়াও সুনীতা কেন গজাননকেও নিয়ে গিয়েছিলেন সঙ্গে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link