NOW READING:
Bangladesh | Lalan Fakir: বদলের বাংলাদেশে এবার অমানুষের মতো পুড়ে গেলেন লালন ফকির, মাথা ভাঙল বিদ্যাসাগরের! এরাও বাঙালি?
September 30, 2024

Bangladesh | Lalan Fakir: বদলের বাংলাদেশে এবার অমানুষের মতো পুড়ে গেলেন লালন ফকির, মাথা ভাঙল বিদ্যাসাগরের! এরাও বাঙালি?

Bangladesh | Lalan Fakir: বদলের বাংলাদেশে এবার অমানুষের মতো পুড়ে গেলেন লালন ফকির, মাথা ভাঙল বিদ্যাসাগরের! এরাও বাঙালি?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশীরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছে। কিন্তু স্বাধীন হওয়ার পরপরই জনতাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। কোথাও ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি, কোথাও ভাঙা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। অবাধে চলেছে লুটপাট, ডাকাতি, মারধর। হিন্দু অধ্যুষিত এলাকাগুলি আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বাধীন হওয়ার পর উন্মত্ত জনতার হাত থেকে বাদ যায়নি মন্দির, এমনকি মাজারও। যদিও অনেক সচেতন মানুষ সেগুলিকে রক্ষা করবার জন্য সারারাত জেগে পাহারা দিয়েছেন, যাতে সন্ত্রাসবাদীরা সেগুলির ক্ষতি না কোর্টে পারে। এবার ধর্মান্ধদের হাত থেকে রক্ষা পেলেন না ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রক্ষা পেলেন না ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষকে একসাথে বেঁচে থাকার বার্তা দিয়ে যাওয়া লালন ফকিরও।    

আরও পড়ুন, Sunita Williams: স্পেস স্টেশনে পৌঁছল উদ্ধারকারী রকেট, তবে এখনই ফিরতে পারবেন না সুনীতা, ফের সমস্যা?

বাঙালিকে বাংলা ভাষা শেখানো, ‘বর্ণ পরিচয়’ শেখানো ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হয় সোমবার। একই সঙ্গে সোমবার বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গায় লালন ফকিরের নামাঙ্কিত ‘লালন আনন্দধাম’, যেখানে মূলত গবেষণা করা হয়, সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানে থাকা লালন ফকিরের ছবি, মুল্যবান গ্রন্থসহ, একতারা, দোতারা, জুড়ি, গিটারসহ অন্যান্য আরও একাধিক বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। 

‘লালন আনন্দধাম’-এর প্রতিষ্ঠাতা সৈয়দ জাহিদ জানান, দীর্ঘদিন ধরে এলাকার একাধিক মৌলবাদী গোষ্ঠী লালন আনন্দধামে হামলার ছক কষছিল।  এমনকি ফেসবুকে সরাসরি হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে। পুলিসকে জানান সত্যেও কোনও ব্যবস্থা নেয়নি। যারা হুমকি দিয়েছিল, তাদেড় বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ যদিও পুলিস জানিয়েছে, তাদের এই বিষয়টি জানা নেই। জানলে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নিতাম। 

আরও পড়ুন, Typhoon Alert: ঘণ্টায় ২১৫ কিমি বেগে ধেয়ে আসছে ঝড় ‘ক্রাথন’, ভয়ংকর ক্ষতির আশঙ্কায় কোন কোন অঞ্চলে জারি সতর্কতা?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link