# Tags
#Blog

Mehazabien Chowdhury Marries: বিবাহবন্ধনে বাঁধা পড়ছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, পাত্র কে!

Mehazabien Chowdhury Marries: বিবাহবন্ধনে বাঁধা পড়ছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, পাত্র কে!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় এক যুগ ধরে চলছিল গুঞ্জন। এবার তা গড়াল বিয়ে পর্যন্ত। গতকাল ছিল মেহদি। আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বাংলাদেশি অভিনেন্ত্রী মেহজাবিন চৌধুরী। পাত্র  প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব।

আরও পড়ুন-শুভেন্দু গড়ে সুবজ ঝড়! সমবায় সমিতির ভোটে ৯ আসনের সবেতেই তৃণমূলের জয়…

বহুবার মেহজাবিন ও রাজীবকে একসঙ্গে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায়। তবে সম্পর্কের বিষয়ে তাঁরা কেউই প্রকাশ্যে কিছু বলতে চাননি। ব্যক্তিগত বলে এড়িয়ে চলতেন। শেষপর্যন্ত সংবাদমাধ্যমে নিজেদের বিয়ের খবর স্বীকার করেছেন মেহজাবীন চৌধুরী।

ঢাকার বাইরে এক রিসর্টে মেহদির অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে দেখা গিয়েছে বাংলাদেশের বিনোদন জগতের বহু তারকা। এদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

জানা গেছে, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা। জানা গেছে, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনেপক্ষ। নিজেদের ফোনে ছবি না তোলার জন্য আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal