জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওপার বাংলার মানুষ সিনেমা থিয়েটার নিয়ে সব সময় একটু বেশি উৎসাহী থাকেন। বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের তাই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি। আর উৎসব পার্বণ হলে, বড় পর্দায় ছবি রিলিজ করবে না এমন কি হয়? বছরের একটা বড় উৎসব খুশির ঈদ। তাই বাংলাদেশের মানুষ অবির অপেক্ষায় থাকে সিনেমা হলে ছবি আসার। তাদেরকে হতাশ না করেই এ বছরও ঈদে আসতে চলেছে ধামাকাদার ছবি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঈদকে সামনে রেখে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাংলাদেশের অভিনেতা সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এম রাহিম পরিচালিত জংলি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। সিনেমা মুক্তির আগেই ব্যাপক প্রচার চালাচ্ছে টিম জংলি। এবার সেই প্রচারে যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা। ফেসবুকে লুঙ্গি পরিহিত কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘হে গাইজ! লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’
বুবলীর এমন অভিনব প্রচার ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, এই সিনেমায় বুবলীকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে। লুঙ্গি পরেই নায়িকা হয়তো এই ছবিতে আসছেন। আবার কেউ বলছে, লুঙ্গিতে দারুণ লাগছে বুবলীকে।
এরআগে ‘টান’ ওয়েব সিরিজে একসঙ্গে দেখা গিয়েছে বুবলী-সিয়ামকে। অবশেষে বড় পর্দায় জুটি বেঁধে কাজ করলেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই তারকা।
আরও পড়ুন: অতুল-মানবের ছায়া ক্রমশ চওড়া! ‘বউ আমাকে মেরে ফেলবে…’, নিপীড়নের আতঙ্কে চরম পদক্ষেপ চলচ্চিত্রকর্মীর..
সিনেমা প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। জংলি সিনেমার গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবেন।’
প্রসঙ্গত, সিয়াম-বুবলী বাদেও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এত দিন নির্দেশক বুবলীকে লুকিয়ে রেখেছিলেন। টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবলীর ঝলক। তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না। সিয়ামের লুক, অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহসংগীতের প্রশংসা করেছেন ভক্তরা। এই ছবি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম এবং ছবির সঙ্গে যুক্ত সকলেই ।
নিজের নতুন সিনেমা নিয়ে সিয়াম বলেন, অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি তাঁর জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেনি সিয়াম। একবছর ধরে চরিত্রটাকে লালন করেছেন।
সব মিলিয়ে ওপার বাংলার মানুষ এই ঈদে দারুণ এক ‘জংলি’ জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)