NOW READING:
ওপারে হিন্দুদের ওপর ভয়াবহ অত্য়াচার, প্রতিবাদে ত্রিপুরার সমস্ত হোটেলে বাংলাদেশীদের জন্য পরিষেবা
December 3, 2024

ওপারে হিন্দুদের ওপর ভয়াবহ অত্য়াচার, প্রতিবাদে ত্রিপুরার সমস্ত হোটেলে বাংলাদেশীদের জন্য পরিষেবা

ওপারে হিন্দুদের ওপর ভয়াবহ অত্য়াচার, প্রতিবাদে ত্রিপুরার সমস্ত হোটেলে বাংলাদেশীদের জন্য পরিষেবা
Listen to this article


সমীরণ পাল, প্রসেনজিৎ সাহা, বাচ্চু দাস, কলকাতা: কেউ সন্ধের পর খোলা রাখতে পারছেন না দোকান। কেউ চোখের সামনে হিন্দুদের অত্যাচারিত হতে দেখেছেন। নিজের দেশ ছেড়ে ভারতকেই এখন নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন বাংলাদেশের হিন্দুরা। 

বাংলাদেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি!বিপন্ন হিন্দু! বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা খুকুরানি বিশ্বাস। ভারতে এসেছেন মায়াপুর যাবেন বলে!তাঁর কথায় উঠে এসেছে অবর্ণণীয় অত্য়াচারের প্রসঙ্গ। বাংলাদেশের হিন্দু নাগরিক খুকুরানি বিশ্বাস বলেন,’ ওখানে  হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে। ঘরবাড়ি ভাঙচুর করেছে, নামকীর্তন করতে দেয় না।হিন্দুদের কোনও বাসস্থান থাকবে না। আর বলে যে মুসলিম রাষ্ট্র বানাব। আমাদের হিন্দুদের কোনও পূজার্চনা চলে না। শঙ্খধ্বনি চলে না। ঢাকঢোল বাজাতে দেয় না। আমাদের পুজোর সময় এসে বাধা দেয়। আমরা খুব সঙ্কটে দিন চালাচ্ছি। ঘরে গ্রিলে তালা দিয়ে বসে থাকি।’

 ভারতে আসা বাংলাদেশের হিন্দু নাগরকিদের অনেকেই দেশে ফিরতে গিয়ে দু’বার ভাবছেন!বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা যুবক। আতঙ্কে নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক।মা-বাবার চিকিৎসার জন্য় ভারতে এসেছিলেন। মাঝে আরও টালমাটাল হয়ে পড়েছে পরিস্থিতি। ঘর, বাড়ি, চাকরি তো বটেই, প্রাণ খোয়ানোরও আশঙ্কা করছেন তিনি।বাংলাদেশের আরও হিন্দু নাগরিক বলেছেন,’আমার নিজের পাশের জায়গায়, আমার নিজের চোখে দেখা হাজারিগলিতে নৃশংসভাবে মানুষকে অত্যাচার করছে। ইসকন নিয়ে খারাপ প্রচার করছে। সেনাবাহিনী আসছে, আর্মি আসছে। রাতের বেলায় যাচ্ছেতাই ভাবে অত্যাচার করছে। এখন তো দেখছি চাকরি তো যাবেই, ঘর বাড়ি যাচ্ছে, নিজের প্রাণটা নিয়েও এখন ওখানে যে সুস্থভাবে থাকতে পারব তা বিশ্বাস করতে পারছি না।  ‘

 বাংলাদেশের সাতক্ষীরা ভারতে এসেছেন অধীর সেন ও রিনা সেন। আতঙ্ক-উদ্বেগ তাঁদের গলাতেও। বাংলাদেশের আরও এক হিন্দু নাগরিক বলেন,যদি মোদি সরকার, ভারত সরকার যদি একটু আমাদের ওপর সহায় হয়, আমাদের দিকে যদি একটু ভাল দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা হিন্দুরা অন্তত নিরাপদে থাকতে পারব।’ এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্য়াচারের প্রতিবাদে ত্রিপুরার সমস্ত হোটেলে বাংলাদেশী নাগরিকদের জন্য পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হল। সোমবার অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স  অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন, বাংলাদেশে এবার বাতিল হবে ‘জয় বাংলা’ স্লোগান !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link