কলকাতা: বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখেও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত! কেন নীরব মোদি সরকার ? দিল্লি কেন কিছু করছে না ? প্রশ্ন তুলল শাসকদল।এদিন দিল্লির কাছে অগ্রাধিকার কোনটা, প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ বলেন, আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে, মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন, ওটা খারাপ হচ্ছে। কিন্তু আমাদের কিছু বলার নেই। কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ। যা করার দিল্লি করুক। আমরা সমর্থন করব। দিল্লি কিছুতো করবে, না হলে রোজ এটা কীকরে হতে পারে ? সেক্ষেত্রে এই আলোচনাটা চলে আসবে। দিল্লির প্রায়োরিটি কোনটা ? ওটা থামানো নাকি ওটা ব্যবহার করে, এখানকার বিজেপির রাজ্যনৈতিক উদ্দেশ্যে, কোনও আবেগকে প্ররোচনা দেওয়া ? আমরা এই ধরণের কোনও মন্তব্য করতে চাই না। ..দরকার হলে রাজ্যের মতামত নিক।..এটা কীভাবে হতে পারে, সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। আর আজকার দিন, কোনটা ঘটনা, কোনটা ঘটনা নয়, কিছুই বোঝা যাচ্ছে না। যেগুলি ছড়িয়ে পড়ছে, সেগুলি ভাবাবেগে আঘাত করার মতো। তো কেন্দ্র সেগুলির ব্যবস্থা নিক।’
আরও পড়ুন, হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা! রেহাই নেই মহিলা সাংবাদিকেরও!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন