বাংলাদেশের জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু !
![বাংলাদেশের জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু ! বাংলাদেশের জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু !](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/09/8356dbc27858423bd707dcd2d5c10b991723219848501484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
নয়াদিল্লি: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও অশান্তি। জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ-সংঘর্ষ, গুলিতে ৬ বন্দির মৃত্যু। সংঘর্ষে আহত কারাগারের জেলার, কারারক্ষী ও বন্দি সহ ১৯ জন।
জেলারের কার্যালয়, হাসপাতাল, ৮টি ওয়ার্ডে ভাঙচুর-আগুন। কুমিল্লা, কাশিমপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পর জামালপুরে বিক্ষোভ-সংঘর্ষ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ন্ত্রণে শূন্যে গুলি কারারক্ষীদের। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন প্রায় ৫ হাজার বন্দি কারাগারের ভিতরে প্রবেশ করেছে সেনা। কিছু বন্দি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, দাবি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের।
আরও পড়ুন, শিয়রে নিম্নচাপ, শনিতে সতর্কতার আওতায় এসে গেল এই ১২ জেলা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বিস্তারিত আসছে…
আরও দেখুন