‘পাকিস্তানের মতো অন্ধকারে চলে পারে বাংলাদেশ’ ! ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন তুলে আশঙ্কা ফিরহাদের
কলকাতা: ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিক্ষোভ দেখাবে বলে দাবি জানিয়েছে বিজেপি। হিন্দু সন্ন্যাসীর মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে, ভারত সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বঙ্গবিজেপি। এবার শাসকদলের হয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতার পথে উন্নতি করেছিল।’ পাকিস্তানের মতো অন্ধকারে চলে পারে বাংলাদেশ, আশঙ্কা ফিরহাদের।
এদিন তিনি বলেন, বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। বাংলাদেশ আমাদেরই মতোন। তাঁরা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল, ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতো অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে। এটা অত্যন্ত দুঃখ্যের। এবং এখন যা হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্র নীতি (Foreign Police) নিয়ে আমরা কথা বলি না। সাধারণত এটা নিয়ে ভারত সরকার বলে। আমাদের অত্যন্ত কষ্ট হয়, যখন দেখি যে, ওখানকার মানুষ সাফার করছে।’
আরও পড়ুন, ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের আশঙ্কা, এল জরুরি আপডেট
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন