জেল থেকে মুক্তি পেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তছরুপের অভিযোগে হয়েছিলেন গ
নয়াদিল্লি: জেল থেকে মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া (Bangladesh Former PM Khaleda Zia)। গতকালই খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। ২০১৮ সাল থেকে জেলবন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক তছরুপের অভিযোগে ১৭ বছরের জেল হয় খালেদার।
অগ্নিগর্ভ বাংলাদেশ। পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। এরই সঙ্গে প্রশ্ন উঠেছে কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? দৌড়ে সালেহউদ্দিন, নোবেলজয়ী মহম্মদ ইউনুস ও খালেদা পুত্র তারিক রহমান। প্রতিবেশী দেশের এই পরিস্থিতিতে, ভারতের জন্য় কতটা চিন্তার, সেই প্রশ্নও সামনে আসছে।
বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই পালাবদলের ফলে, বাংলাদেশে চিনের প্রভাব যদি আরও বৃদ্ধি পায়, তাহলে সেটা ভারতের পক্ষে উদ্বেগের বিষয়। আন্দোলনকারীদের চাপে দেশ ছাড়তে বাধ্য় হন ভারত বন্ধু বলে পরিচিত শেখ হাসিনা। যার জেরে চিন্তার ভাঁজ ভারতের কপালে। কলকাতায় বাংলাদেশের উপ দূতাবাসের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। একরাশ উদ্বেগ নিয়ে বাড়ছে ভিড়। অশান্ত বাংলাদেশ, নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায়।
১৯৯১ সাল থেকে বাংলাদেশে দফায় দফায় ক্ষমতায় এসেছে শেখ হাসিনার আওয়ামী লিগ এবং খালেদা জিয়ার বাংলাদেশ ন্যশনাল পার্টি। ২০০৯ সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। খালেদা জিয়ার আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কখনওই অত্য়ন্ত ভাল ছিল না। উল্টোদিকে বাবা মুজিবর রহমানের মতোই শেখ হাসিনাও বরাবরই ভারতবন্ধু হিসেবে পরিচিত ছিলেন।
অপরদিকে, চলতি অশান্তির জেরে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর, কি আরও একবার বিপদের মুখে বাংলাদেশের সংখ্য়ালঘুরা? পরিসংখ্যান বলছে, শেষ ২০২২ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়িয়েছে আট শতাংশে। এছাড়াও বিএনপি আমলে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওপার বাংলার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত।
আরও পড়ুন, জীবন্ত দগ্ধ হয়ে বিদেশি সহ ২৪ জনের মৃত্যু ! সেনাপ্রধানের আশ্বাসের পরেও জ্বলছে বাংলাদেশ..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
Source link
Average Rating