কলকাতা: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানির পাশাপাশি ফের মন্দিরে চুরি। বাংলাদেশের লালমণিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরি। সোনা-রুপোর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত ৪ লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুঠ গভীর রাতে মন্দিরের দুটি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা।
দেড়শ বছরের প্রাচীন মন্দিরে এ ধরনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণচন্দ্র দাস। খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
আরও পড়ুন, মালদায় TMC নেতা ‘খুনে’ নিরাপত্তা বাড়ল রাজ্যের মন্ত্রীর, আতঙ্কে শাসকদলের নেতা-নেত্রীরা !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন