‘প্রাণ হাতে নিয়ে আছি, ভয় হয় এই বুঝি মারা যাই’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চরম আতঙ্কে হিন্দুরা

Estimated read time 1 min read
Listen to this article


ঢাকা: চতুর্দিকে এক ভয়ের বাতাবরণ। প্রতিটা মুহূর্ত উদ্বেগে কাটছে সংখ্যালঘুদের। প্রাণভয়ে ঘুম ছুটেছে হিন্দুদের। নানা কাজে ভারতে এসে, সেই উদ্বেগের কথাই শোনালেন বাংলাদেশের নাগরিকরা। বিশিষ্টজন থেকে ছাপোষা গৃহবধূ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, আতঙ্কে রয়েছেন অনেকেই। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে, মুখে অনেক সাফাই দেওয়া হলেও, পরিস্থিতি যে মোটেই ভাল নয়, তা উঠে আসছে ভারতে আসা বাংলাদেশের নাগরিকদের মুখেই।                                                                              

গোপালগঞ্জের বাসিন্দা কাকুতি বৈরাগী। চিকিৎসা করাতে ভারতে এসেছেন। কিন্তু, নিজের দেশকেই আর নিরাপদ মনে করতে পারছেন না তিনি। তাঁর কথায়, ‘চুরি-ডাকাতি এগুলো বেড়ে গেছে অনেকটা। ঘুমানো যায় না। পাহারা দিতে হয়। অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছি। এই বুঝি মারা যাই। এই বুঝি আগুন দিয়ে দেয় বাড়িতে। তিনি বলেন, ওখানে মুসলমানদেরই বেশি আক্রোশ। দেখেছি মূর্তি ভাঙচুর। রাস্তাঘাটে বেরনো যায় না। ভয়ে থাকতে হয়, মহিলা মানুষ, কী দিয়ে কী হয়ে যায়, এরকম আতঙ্কে আছি।’ 

নৈরাজ্য, নিপীড়ন, নির্যাতন, অনেকেই বলছেন বাংলাদেশ যেন হিন্দুদের জন্য পরিণত হয়েছে হামলাদেশে। শান্তির নোবেলপ্রাপকের দেশে অশান্তিতে রাতে দু’চোখের পাতা এক করতে পারছেন না হিন্দুরা।                                      

আরও পড়ুন, ইউনূস সরকারের ‘আপত্তি’, ৫৪ জন ইসকন ভক্তদের ভারতে আসতে বাধা, সীমান্তে আতঙ্ক!

এদিকে, এত কিছুর পরও, হিন্দুদের ওপর অত্যাচার মানতে নারাজ মহম্মদ ইউনূসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকার। উল্টে পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের দাবি, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চলছে। গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময়ে দায়িত্ব নিতে হয়েছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সবার একটাই প্রশ্ন, কবে আবার শান্ত হবে সোনার বাংলা। সবার একটাই প্রার্থনা, শান্তি ফিরুক বাংলাদেশে। থেমে যাক অশান্তির ঝড়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours