কলকাতা: বাঙালি দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) আগামী ছবি ‘পদাতিক’ (‘Padatik’) মুক্তির জন্য। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার যা সাধারণ মানুষের প্রত্যাশা দ্বিগুণ করেছে। ছবিতে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)। কিন্তু এরই মধ্যে টালমাটাল অবস্থা ওপার বাংলার। আজ দেশ ছেড়ে পদত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় কী হবে সে দেশে ‘পদাতিক’ ছবির ভবিষ্যৎ? প্রচারপর্বেও কি দেখা মিলবে চঞ্চলের? এবিপি লাইভের (ABP Live) তরফে যোগাযোগ করা হয় প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর কর্ণধার ফিরদৌসুল হাসানের (Firdausul Hasan) সঙ্গে। কী জানালেন তিনি?
উত্তপ্ত বাংলাদেশ, সৃজিত-চঞ্চলের ‘পদাতিক’ ছবির ভবিষ্যৎ কী ওপার বাংলায়?
আগামী ১৫ অগাস্ট ভারতে মুক্তি পাচ্ছে মৃণাল সেনের জীবন ও কাজ নিয়ে তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পদাতিক’। প্রথম যখন এই ছবির মুখ্য চরিত্রে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ্যে আসে, তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এরপর বহু প্রতীক্ষার শেষে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যা আরও একবার ঝড় তোলে। কিন্তু এই আবহেই প্রশ্ন উঠছে ছবি মুক্তির ঠিক ১০ দিন আগে, আজ বাংলাদেশের যা পরিস্থিতি, তার মধ্যে কি সে দেশে ছবি মুক্তি সম্ভব? প্রযোজক ফিরদৌসুল হাসান এই প্রসঙ্গে এবিপি লাইভকে বলেছেন, ‘ভারতে ১৫ অগাস্ট আর বাংলাদেশে ১৬ অগাস্ট ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আপাতত সে দেশে ছবির মুক্তি করা হচ্ছে না। সেখানে পরিস্থিতি স্বাভাবিক হলে, দর্শক প্রেক্ষাগৃহে যাওয়ার মতো অবস্থা হলে ছবির মুক্তির ব্যবস্থা করা হবে। ভারতে যেমন ১৫ তারিখ মুক্তি পাওয়ার কথা তেমনই হবে পরিকল্পনামাফিক।’
আরও পড়ুন: Swastika Mukherjee: ‘সোনার বাংলা আমাদের, ওদেরও’, অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে কী লিখেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
এরইসঙ্গে উঠছে আরও একটি প্রশ্ন। ‘পদাতিক’ মুক্তির আগে ছবির প্রচারে ভারতে আসার কথা ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর। চলতি সপ্তাহের শেষের দিকেই এপার বাংলায় পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি তা সম্ভব? যদিও প্রযোজকের সটান জবাব, ‘এখনও পর্যন্ত পরিকল্পনামাফিক তাঁর আসার কথা রয়েছে। যদি পরিস্থিতি বদলায় বা কোনও প্ল্যানিং বদল ঘটে তাহলে আমরা নিশ্চয়ই জানাব। তবে এখনও পর্যন্ত জানি যে তিনি আসছেন।’ উল্লেখ্য, ‘পদাতিক’ চঞ্চল চৌধুরীর প্রথম এমন ছবি যা সম্পূর্ণভাবে কোনও ভারতীয় সংস্থা দ্বারা প্রযোজিত। এই ছবিতে অভিনয় করেছেন মনামী ঘোষও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন